Urfi Javed: ‘নিজের মা-বোনকে পোশাক নিয়ে পরামর্শ দাও’, পাপারাৎজিদের উপর বেজায় চটলেন উরফি জাভেদ

পোশাক নিয়ে উরফিকে শালীনতার পাঠ দেওয়ার চেষ্টা সাংবাদিকদের। মেজাজ হারিয়ে ফুঁসে উঠলেন অভিনেত্রী। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। উরফি জাভেদকে (Urfi Javed) নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই। মাঝেমধ্যেই তিনি তার অদ্ভুত ফ্যাশান সেন্সের কারণে উঠে আসেন সংবাদের শিরোনামে। বলতে গেলে বছরের বেশিরভাগ সময়ই তিনি থাকেন পেজ থ্রির পাতায়।
View this post on Instagram
খোলামেলা পোশাকের জন্য সংবাদের শিরোনামে উঠে আসা উরফি এবার মেজাজ হারালেন। আর তাও এক সাংবাদিকদের উপর। ঝলক দিখলা জা-র লঞ্চ ইভেন্টে উরফির পোশাক নিয়ে এক সাংবাদিক মন্তব্য করেছিলেন। যেখানে ওই চিত্র সাংবাদিককে বলতে শোনা যাচ্ছে যে, ‛আজ একটু শালীন পোশাক পরে এসেছে উরফি’। আর পরে সেই ভিডিওটি চোখে পরে উরফির।
আর তারপরই মঙ্গলবার রাতের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেজাজ হারান উরফি। সেই ভিডিও চালিয়ে রীতিমতো সাংবাদিকদের শোনান অভিনেত্রী। আর তারপরই জানতে চান ‛এই কন্ঠস্বরটি কার?’। তার পোশাক নিয়ে যে কোনো রকমের মন্তব্য করা যাবে না সেকথা এদিন স্পষ্ট করেন উরফি। সাংবাদিকদের উদ্যেশে তার প্রশ্ন আমি তো তোমাদের যথেষ্ট সম্মান দিই। তাহলে আমার সঙ্গে এরকম আচরণ কেন?
View this post on Instagram
এরপর থেকে এমন কোনো ঘটনা ঘটলে তিনি আর পাপরাজ্জিদের সহযোগিতা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমনকি আরও বলেছেন যে, আমাকে নয়, মা-বোনকে পোশাক নিয়ে পরামর্শ দাও। এদিন জলপাই রঙের শর্ট ড্রেসে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। উপরের পিঠের অংশ প্রায় খোলা। পোশাকের ফাঁকা দিয়ে উকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। সম্প্রতি ফের ভাইরাল (Viral) উরফির এই ভিডিও।