Entertainment

Urfi Javed: সবুজ নেটের পোশাকে নেটদুনিয়ায় ঝড় তুললেন উরফি

Advertisement
Advertisements

Urfi Javed: প্রথমে রণবীর সিং (Ranveer Singh) ও তার পর রণবীর কাপুর (Ranbir Kapoor)। পর পর বলিউডের দুই অভিনেতা কার্যত মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন উরফির উদ্দেশ্যে। রণবীর সিং, উরফির প্রশংসা করলেও কাপুর কিন্তু উরফির উৎপাটাং স্টাইল কে পছন্দ করেননি। রণবীর একটি রেডিও শো তে এসে সরাসরি জানিয়েছেন উরফির ফ্যাশনের তিনি ফ্যান নন। এমনকি ‘ব্যাড টেস্ট’ বলেও কার্যত কটাক্ষ করেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

পাশাপাশি বলিউডের বেবো করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan) উরফিকে নিয়ে এক গাল প্রশংসা করতে শোনা গেছে। আর তার পরেই উরফিকে দেখা গেল আবারো চেনা ছন্দে। যেখানে সম্পূর্ণ শরীরে সবুজ রঙের নেট জড়িয়ে রাখতে দেখা গেছে। পাঁচটি আলাদা আলাদা ফটো দিয়ে নেট পাড়ার উষ্ণতা বাড়িয়ে তুলেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

করিনা, উরফির উদ্দেশ্যে বলেছিলেন -“তাকে বিভিন্ন পোশাকে বেশ শান্ত এবং আশ্চর্যজনক দেখায়। উরফি যেভাবে চান ঠিক সেইভাবেই নিজেকে পেশ করেন, এটাই ফ্যাশনের আসল বিষয়। যখন আপনি নিজের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং আপনার মতো ঠিক করেন। আমি শুধু আত্মবিশ্বাস ভালোবাসি, আমি একজন আত্মবিশ্বাসী মেয়ে তাই আমি শুধু তার আত্মবিশ্বাস এবং তার চলার পথ পছন্দ করি। সালাম জানাই”।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

এদিন উরফি তার ফটোর ক্যাপশনে লেখেন -“করিনা বলেছেন সে আমার আত্মবিশ্বাস পছন্দ করেন। আমার জীবন সম্পূর্ণ হয়ে উঠেছে। ঠিক আছে বিদায়। কেউ আমাকে চিমটি কাটুন”। ফটোটি ব্যাপক ভাইরাল হলেও নেটিজেনরা কিন্তু মজা করে উরফিকে বেশি উৎপাটাং কাজ করতে বারণ করেছে। করিনার পরে আর কোন সেলিব্রিটি উরফির ফ্যাশনে মজবেন এখন সেটাই দেখার।