Urfi Javed: লজ্জার সীমা ছাড়িয়ে ফের অদ্ভুত পোশাক পরে রাস্তায় উরফি জাভেদ, দেখে হাঁ নেটিজেনরা

Urfi Javed: ফের অদ্ভুত পোশাকের জেরে নেটিজেনদের ট্রোলের শিকার উরফি জাভেদ (Urfi Javed)। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ইন্টারনেট সেনসেশন হলেন উরফি জাভেদ। ড্রেসিং সেন্সের কারণে তিনি বরাবরই লাইমলাইটে থাকেন। এমন কোনো দিন যায়না যে উরফি সংবাদের শিরোনামে থাকেন না। তবে, পোশাকের কারণে তাকে বহুবার ট্রোলিং হতে হয়েছে এমনকি এখনও হয়। যদিও তাতে কুচ পরোয়া নেই উরফির। নিজের ছন্দেই চলছে তার জীবন।
কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশ এক্টিভ উরফি। প্রায়শই তাকে নিত্যনতুন লুকে তাকে ঝড় তুলতে দেখা যায়। সম্প্রতি উরফির একটি নতুন লুকের ছবি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা মুহূর্তেই ঝড় তুলেছে পুরুষ ভক্তদের হৃদয়ে। সম্প্রতি উরফিকে কোমরের চারপাশে কাট-আউট সহ একটি কালো হাফ শায়ার মতোন পোশাক পরে রাস্তায় বেরোতে দেখা গিয়েছে।
উরফির এই সেক্সি অবতার দেখে হাঁ নেটিজেনরা। কালো পোশাকের সঙ্গে মিলিয়ে উরফির পায়ে রয়েছে কালো রঙের হাই হিল। তবে, জুতো পরে হাঁটার সময় উরফি খানিকটা অস্বস্তি বোধ করছিলেন।
View this post on Instagram
নুড মেকআপ, হালকা লিপস্টিক ও বান করা চুলে উরফির লুক ছিল দেখার মতো। অভিনেত্রীর এই লুকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তবে, উরফির এই অবতার দেখে অনেকে প্রশংসা করলেও অনেকেই আবার ট্রোলও করেছেন। সবমিলিয়ে উরফির এই ছবি এখন দাপিয়ে বেড়াচ্ছে নেটপাড়া।