পরনে নেই অন্তর্বাস, ফের খোলামেলা পোশাকে সামনে এলেন উরফি জাভেদ, হইচই সোশ্যাল মিডিয়ায়

ফের একবার অভিনব কায়দায় লজ্জা নিবারণ করলেন পোশাক শৌখিনি উরফি জাভেদ (Urfi Javed)! পোশাক নিয়ে তার নানান কাটাছেঁড়া তাকে যেন এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পাথর হোক বা টয়লেট পেপার সব দিয়েই তিনি নিমেষে পোশাক বানিয়ে নিতে পারেন। আর সেই কারণে তিনি এখন সকলের ফ্যাশান সেনসেশন। তবে, সম্প্রতি ফের একবার অবাক করা পোশাকের ফ্যাশান নিয়ে হাজির হলেন উরফি।
View this post on Instagram
কিন্তু কি সেই অবাক করা ফ্যাশান তাই ভাবছেন তো? এবার বুকের পাঁজর দিয়ে তৈরি করা খাঁচার পোশাক পরে হাজির হলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ের একটি ওটিটি প্ল্যাটফর্মের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উরফি। আর সেখানেই তার দেখা মিলেছিল এমন অবাক করা পোশাকে। অনাবৃত দেহের স্তনবৃন্তে কেবল উরফি ব্যবহার করেছেন বেগুনি রঙের রাংতা। এছাড়া বুকের উপর পাঁজরের মতো দেখতে খাঁচা। আর সঙ্গে বেজরঙা প্যান্ট।
View this post on Instagram
পনিটেল করে বাঁধা চুল, গ্লসি লিপস্টিক সহ কাজল চোখে এদিন নজর কেড়েছিলেন অভিনেত্রী। উরফি অনুষ্ঠান মঞ্চে ঢোকা মাত্রই পাপারাজ্জিরা ব্যস্ত হয়ে পড়েন তার ছবি তোলার জন্য। তিনিও সময় দেন তাদের। ‛Vairalbhayani’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
View this post on Instagram
তবে, উরফির এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই কেউ কেউ প্রশংসায় ভরিয়েছেন আবার কেউ কটাক্ষ করতে একেবারেই ছাড়েননি। যদিও ট্রোলিং, কটাক্ষ এসব উরফির কাছে নতুন কিছু নয়। নিত্যদিনই তাকে নিয়ে এসব মন্তব্য চলে। সম্প্রতি উরফির এই নয়া লুক ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।