×
Entertainment

Urfi Javed: এই জিনিস দিয়ে নিজের গোপনাঙ্গ ঢাকলেন উরফি জাভেদ, ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের

Urfi Javed Photoshoot উরফি জাভেদ (Urfi Javed) ভারতে ফ্যাশনের সংজ্ঞা বদলে দিয়েছেন। কম থেকে আরও কম পোশাকে কিভাবে নিজেকে উপস্থাপন করা যায় উরফি সেটাই তুলে ধরেছেন বিভিন্ন সময়ে। তবে একি! এবার তো উরফির শরীরের উর্ধাঙ্গে কোনো কাপড় নেই। কাপড় নেই ঠিকই কিন্তু উরফির শরীর ঢেকেছে এসব কি দিয়ে। ফয়েল প্যাক, কটন ক্যান্ডি, সেফটিপিন এসবের পরে আবার নতুন ফ্যাশন নিয়ে হাজির ‘ফ্যাশন কুইন’।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

সেক্সি লুকের একটি ভিডিও উরফি নিজেই ইনস্টাগ্রামের মাধ্যমে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে কালো রঙের একটি শর্ট স্কার্ট পরেছেন তিনি। তবে শরীরে কিন্তু আর কোনো পোশাক নেই। গলায় ডায়মন্ড দিয়ে তৈরী একটি বড়ো নেকপিস পরেছেন। অন্তর্বাস কিংবা কোনো টপ তিনি পরেননি। বক্ষ জোড়া তাঁর সম্পূর্ণ উন্মুক্ত।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ভিডিওর মধ্যেই বেশ কিছু উষ্ণতায় পরিপূর্ণ পোজ দিতে দেখা গেছে তাকে। পুরুষেরা চোখ সরাতে পারছেনা এই ভিডিও থেকে । বাঁধা চুলের সাথে ডার্ক মেকআপ লুক বেশ মানিয়েছে তাকে। এখনও পর্যন্ত ৭.৬ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেছে। প্রচুর মানুষ কুরুচিকর মন্তব্য করেছেন যথারীতি। কিন্তু এমন বহু মানুষও আছেন যারা উরফির এই ফ্যাশনে মজেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

‘বিগবস ওটিটি’ ঘরে সপ্তাহ খানেকের বেশি টিকতে না পারলেও উরফি নিজের ছাপ ছেড়ে গেছেন। বিভিন্ন ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন তিনি। তবে দেশের মানুষ অভিনেত্রী নয় বরং তাঁকে ‘ফ্যাশন কুইন’ হিসাবেই দেখতে পছন্দ করে থাকেন। বর্তমানে তাঁকে ফ্যাশন সেলিব্রিটি থেকে আমজনতা সবাই ফলো করে থাকেন।