Entertainment

Urfi Javed: শরীরে নেই একটুকরো সুতো! সিম কার্ড দিয়ে শরীর ঢাকলেন উরফি জাভেদ

সিম কার্ড দিয়ে পোশাক বানিয়ে ফের একবার অদ্ভুত অবতারে ধরা দিলেন উরফি (Urfi Javed)! মুহূর্তে ভাইরাল (Viral) ছবি। নেটিজেনরা কটাক্ষ করে বলেছেন ‛কিসি দিন মোবাইল ফোন বি পেহেন লেগি’। বিতর্ক আর উরফি এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাকে নিয়ে মানুষজনের কৌতূহলের শেষ নেই। পোশাকের কারণে তিনি মাঝেমধ্যেই উঠে আসেন সংবাদের শিরোনামে। এমনকি ট্রোল ও কটাক্ষের শিকারও হন। যদিও তাতে কুচ পরোয়া নেই উরফির।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

বলতে গেলে তিনি এখন সোশ্যাল মিডিয়ার (Social Media) সেনসেশন। আর তাইতো তার উপর সদা বিরাজমান লাইম লাইট। পাপারাজ্জিদের সঙ্গে তার ভালোই খাতির। তবে, আবার বেফাঁস মন্তব্য শুনলে তাদের ধুঁয়ে দিতেও কুচ পরোয়া করেননা উরফি (Urfi Javed)। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বলতে গেলে তিনি যে বিষয়টি নিয়ে সংবাদের পাতায় উঠে আসেন তা হল তার ড্রেস।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

তার নিত্যনতুন ফ্যাশান দেখলে ভিরমি খাবেন আপনিও। কখনও পাথর দিয়ে কখনও টয়লেট পেপার আবার কখনও টি ব্যাগ আবার কখনও সাইকেলের চেইন দিয়ে পোশাক বানিয়ে তিনি হাজির হন সকলের সম্মুখে। তবে, সম্প্রতি ফের একবার উরফির (Urfi Javed) পোশাক দেখে ভিরমি খেলেন নেটিজেনরা। এবারে সিম কার্ড দিয়ে পোশাক বানিয়ে সেটাই পরলেন উরফি।

উরফির (Urfi Javed) এই পোশাক দেখে একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। আবার কেউ ট্রোলও করেছেন। কেউ লিখেছেন ‛অর কেয়া বাকী হ্যায়’। আবার কেউ লিখেছেন ‛কিসি দিন মোবাইল ফোন বি পেহেন লেগি’। কেউ আবার লিখেছেন ‛খুব কিউট’ সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) উরফির এই ছবি।