লজ্জার সীমা ছাড়িয়ে শুধুমাত্র চুল দিয়ে গোপনাঙ্গ ঢাকলেন উরফি জাভেদ, ভিডিও দেখে চোখ কপালে নেটিজেনদের

ফের সংবাদের শিরোনামে উরফি (Urfi Javed)। টপলেস পোশাক পরে নেটিজেনদের ট্রোলের শিকার অভিনেত্রী। তাকে নিয়ে যত বলা হবে ততই যেন কম হবে। প্রায়শই-ই কোনো না কোনো কারণে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বলা চলে নিজেকে কিভাবে লাইম লাইটে রাখতে হয় তা বেশ ভালোই জানেন উরফি। আর এবারেও একবার ভাইরাল (Viral) হলেন তিনি।
View this post on Instagram
উরফি (Urfi Javed) মানেই বরাবরই নিত্য নতুন ফ্যাশানের হাতছানি। পোশাক নিয়ে তার নানান কাটাছেঁড়া তাকে যেন এক অন্য মাত্রায় নিয়ে গেছে। পাথর হোক বা টয়লেট পেপার সব দিয়েই তিনি নিমেষে পোশাক বানিয়ে নিতে পারেন। আর সেই কারণে তিনি এখন সকলের ফ্যাশান সেনসেশন। তবে, যেভাবে তিনি তার অদ্ভুত ফ্যাশান দেখিয়ে সকলের নজর কাড়েন তেমনই আবার তার ফ্যাশান দেখে ট্রোলও (Troll) করেন নেটিজেনরা। যদিও সবটাই তার এখন গা সওয়া হয়ে গিয়েছে।
View this post on Instagram
সম্প্রতি আবারও একবার নিজের আজব ফ্যাশানের জেরে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী। সম্প্রতি উরফি (Urfi Javed) নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তাকে চুল দিয়ে নিজের লজ্জা নিবারণ করতে দেখা যাচ্ছে। কালো রঙের প্যান্টির সঙ্গে সেট করেই তার বুকের উপর গাছের মতোন এঁকেবেঁকে আছে চুলের ধারা। একেবারে টপলেস অবস্থায় ধরা দিয়েছেন উরফি। হালকা মেকআপের ধরা দিয়েছেন তিনি।
View this post on Instagram
ভিডিও (Video) শেয়ার করে উরফি ক্যাপশনে লিখেছেন যে, ‛হ্যারি পটার’। যথারীতি উরফির এসব ফ্যাশান দেখে তো কটাক্ষ করতে একেবারেই ছাড়েননি নেটিজেনরা। কেউ লিখেছেন ‛তার মাথা ঠিক নেই’। আবার কেউ লিখেছেন ‛বিষ মহিলা‘। কেউ আবার তাকে ‛রাক্ষস’ বলেও সম্মোধন করেছেন। বলা যেতে পারে নেটিজেনরা রীতিমতো অবাক হয়েছেন অভিনেত্রীর এই লুক দেখে। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) উরফির (Urfi Javed) এই নয়া লুক।