Red Beauty, ভাঙা হার্ট আকৃতির টপ ও মিনি স্কার্টে ‘হট বম্ব’ উরফি জাভেদ, অভিনেত্রীর লুক দেখে হাঁ নেটিজেনরা

অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) উরফি জাভেদ (Urfi Javed) কে ‘ফ্যাশন আইকন’ বলে অভিহিত করেছেন কিছু দিন আগে। রণবীরের, উরফির এই নতুনত্ব ফ্যাশন দারুন লাগে। অভিনেতার মন্তব্যের পর থেকেই যেন উরফি জাভেদ আরও কয়েকগুন বেশি ফ্যাশনে মনোনিবেশ করেছেন। বিগ বস ওটিটি থেকে শুরু করে অভিনয় করেও তেমন নাম করতে পারেননি উরফি। তবে তার মন ভোলানো ফ্যাশন যেন রাতারাতি তাকে খ্যাতি এনে দিতে সক্ষম হয়েছে। যেমন সম্প্রতি আবারো তার একটি ভিডিও হয়ে উঠেছে ভাইরাল (Viral)।
View this post on Instagram
তাকে ভিডিওতে দেখা গেল লাল রঙের পোশাকে। যেখানে একটি গাঢ় লাল রঙের মাইক্রো স্কার্ট আর উপরে হার্ট শেপের চেইন টপ পরেছে সে। তবে নায়িকা কোনো অন্তর্বাস ব্যবহার করেননি। আর তার এই স্টাইলিশ টপের কারণে বক্ষ বিভাজকা সম্পূর্ণ স্পষ্ট। প্রথম অবস্থায় দেখলে তাকে মনে হবে যেন হার্ট শেপটি সেই টপের মাধ্যমে জুড়ছে অথবা ভেঙে যাচ্ছে। যা এক কথায় দুর্দান্ত লাগছে দেখতে।
View this post on Instagram
ছবি, বস্তা, মিছরি, বিদ্যুতের তার, ব্লেড এমনকি কটন ক্যান্ডি ব্যবহার করেও পোশাক বানিয়ে ফেলেছিলেন উরফি। তবে এবার তার এই পোশাক দেখেও হতবাক নেটিজেনরা। তার সাথেই বান করে বাঁধা চুল, মেকআপ ও তার সেক্সি লুকে যেন হড়কে যাবেন পুরুষেরা। সাথেই তার বক্ষের নিচে যে ট্যাটু আছে তা যেন ফুটে উঠেছে আরও বেশি। ‘Viral Bhayani’র আপলোড করা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও ১ মিলিয়ন ভিউস ছাড়িয়ে গেছে।
View this post on Instagram
সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট ছাড়িয়েছে। সবাই হট থেকে সেক্সি কমেন্ট করেছেন উরফি জাভেদের উদ্দেশ্যে। দিন কয়েক আগেই উরফিকে গ্যালাক্সি পোশাকে দেখা গিয়েছিলো। যেখানে শরীরের একটা অংশ সম্পূর্ণ স্পষ্ট ছিল। মাঝে উরফি ছোট বা খোলামেলা পোশাক পরলেই যে ধর্ষনের মতো হুমকি পাওয়া যায় এই দেশে সে কথা নিয়েও সরব হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে।