EntertainmentVideoViral Video

দোলনায় দুলতে গিয়ে ঘটলো বিপত্তি, উল্টে গিয়ে চিৎপটাং উরফি জাভেদ! তুমুল ভাইরাল ভিডিও

বিগ বস ওটিটি থেকে শুরু করে ধারাবাহিকে অভিনয় করেও তেমন নাম করতে পারেনি উরফি জাভেদ (Urfi Javed)। তবে তার ফ্যাশন যেন জাঁকিয়ে বসেছে নেটিজেনদের মগজে। উরফির মন ভোলানো ফ্যাশন যে রাতারাতি তাকে খ্যাতি এনে দিতে সক্ষম হয়েছে। তবে সম্প্রতি কিন্তু উরফি জাভেদ ভাইরাল হয়েছে আক্সিডেন্ট এর জন্য। শুটিং ফ্লোরে হঠাৎ সে বেকায়দা হয়ে পড়ে যায়। সেই ভিডিও নিজেই পরে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ভিডিওতে দেখা গেল উরফি জাভেদ দাঁড়িয়ে আছে একটি বিরাট বড়ো দোলনার উপরে। আসলে সেই সময় একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন উরফি। ব্রা কাটিং ব্লাউজ এবং কমলা রঙের পাতলা সিনথেটিক শাড়ি পরেছিলেন। বৃষ্টি ভেজা ওয়েদার যে কারণে উরফির শরীর ছিল সম্পূর্ণ ভিজে।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ব্যাকআপ ডান্সাররা জোরে জোরে দোল খাওয়াতে থাকে তাকে দোলনার উপরে। আর তখনি বিপত্তি ঘটে যায়। হঠাৎ দোলনা থেকে পা পিছলে মাটিতে পড়ে যান তিনি। কোনো রকমে নিজেকে বড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচান উরফি। ব্যাকআপ ডান্সাররাও যদিও তাকে ধরে নিয়েছিল। ছুটে আসে বিভিন্ন ক্রু মেম্বার্স।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

পড়ে গিয়ে আহত হয়েছেন উরফি তবে চোট তেমন গুরুতর নয়। এখন যদিও তিনি সুস্থ আছেন। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন কমেন্টের মাধ্যমে। আপনি নিজের চোখেই দেখুন সেই ভাইরাল ভিডিও।