মহারাজ সৌরভের সঙ্গে লাল পাঞ্জাবি পরা ছেলেটিকে চিনতে পারছেন? বর্তমানে লাখ লাখ বাঙালি তরুণীর ক্রাশ

দেখতে মিষ্টি হলেও তেতো নামেই তিনি বেশি পরিচিত সকলের কাছে। কার কথা বলছি বুঝতে পারছেন না নিশ্চই? তিনি হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় হার্টথ্রব নায়ক আদৃত রায় (Adrit Roy)। যেমন তার অভিনয় তেমনই তার গানের গলা। বলা ভালো অভিনয়ের আগেও গান তার প্রথম প্রেম। সম্প্রতি অভিনেতার একটি ছবি বেশ ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে। তাও আবার একা নয় খোদ মহারাজ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়েছেন অভিনেতা।
যদিও এখনকার সময়ের ছবি নয় এটি। তখন আদৃত অনেকটাই ছোট ছিলেন। আর দাদাও তখন যুবক। লাল পাঞ্জাবি পরা হাসিখুশি ভোলাভালা ছেলেটা আজ কত মেয়ের রাতের ঘুম কেড়েছে তার কোনো ইয়ত্তা নেই। আপাতত সেই ছেলেই এখন কাঁপাচ্ছে টেলি দুনিয়া। তবে, শুধুমাত্র টেলিভিশনই নয়। বড় পর্দায়ও আদৃত কাজ করছেন। বলা ভালো বড় পর্দা দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছেন। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি ‛নূর জাহান’।
এছাড়াও ‛প্রেম আমার’ ২, দেবের ‛পাসওয়ার্ড’ ও রাজ চক্রবর্তী পরিচালিত সিনেমা ‛পরিণীতা’ ছবিতে শুভশ্রীর (Subhashree Ganguly) সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা গিয়েছিল আদৃতকে (Adrit Roy)। যদিও সিনেমা তাকে তেমন পরিচিতি দেয়নি। ‛মিঠাই’ ধারাবাহিকের হাত ধরেই আদৃত সকলের কাছে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি একটি রক ব্র্যান্ডও রয়েছে আদৃতের। ‛পোস্টার বয়েজ’ ব্র্যান্ডের লিড সিঙ্গার আদৃত।
View this post on Instagram
আর তার এই সঙ্গীতের প্রতিভা মাঝে মধ্যে সিরিয়ালের সেটেও দেখা যায়। গিটার বাজিয়ে গান গাইতেও দেখা যাক তাকে। তবে, শুধু ছোটবেলাতেই নয় হিরো হওয়ার পরও ‛দাদাগিরি’ র (Dadagiri) সুবাদে দুইবার দাদার মুখোমুখি হয়েছিলেন আদৃত। আর সেখানেও অভিনেতার গানের গলা ও কথায় মুগ্ধ হয়েছিলেন দাদা। সম্প্রতি আদৃত ও সৌরভের (Adrit-Sourav) এই ছবি একটি ফ্যান পেজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল (Viral) হয়েছে।