গায়ক শানের সঙ্গে বসে থাকা এই বাচ্চা ছেলেটি এখন বাঙালি মেয়েদের ক্রাশ, দেখুন তো চিনতে পারেন কিনা

ছোটবেলার মুখশ্রীর সঙ্গে এখনের কিন্তু সম্পূর্ন মিল রয়েছে এই নায়কের। কি চিনতে পারলেন! এই অভিনেতা বড়ো পর্দা দিয়ে তার অভিনয়ের জার্নিটা শুরু করলেও এখন তিনি ছোট পর্দার জনপ্রিয় নায়ক। যদিও প্রথম তিনি সহকারী পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন বলেই সবাই জানতেন। হ্যাঁ, কথা হচ্ছে অভিনেতা আদৃত রায় (Adrit Roy)-কে নিয়ে।
তবে, সম্প্রতি জানা গেছে আদৃত প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন বাল্যকালেই। তাঁর বয়স তখন ১১। অভিনেতা বা সহকারী পরিচালক হিসেবে নয় একজন সঙ্গীতশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু হয় তার। সম্প্রতি আদৃত নিজের ফেসবুক পেজে জনপ্রিয় গায়ক শানের সঙ্গে কিছু ছবি পোস্ট করেছেন।
ছবিগুলি পোস্ট করে অভিনেতা লিখেছেন যে – এই ছবি তিনি তার ফোনে পেয়েছেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন প্রথমবার স্টুডিওতে প্রবেশ করেন তিনি। শান স্যারের আশীর্বাদ নিয়ে সঙ্গীতশিল্পী হিসেবে এখান থেকেই তার জার্নিটা শুরু হয়েছিল। তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন কারণ পছন্দের গায়ক শানের থেকে তিনি গানের তালিম পেয়েছেন।
আপনারা জানেন যে, অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান গায় উচ্ছেবাবু। বড়ো পর্দায় অভিনয় করলেও আদৃত সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকে সিদ্ধার্থ (Siddharth) নামের চরিত্রে অভিনয় করে। তাঁর লুক থেকে স্টাইল সবেতেই ফিদা বাংলার মেয়েরা।
‘মিঠাই’ এই মুহূর্তে বাংলার দ্বিতীয় সেরা ধারাবাহিক। ধারাবাহিকের গল্পে এসেছে নতুন মোড়। অ্যাক্সিডেন্ট হয়ে সম্ভবত স্মৃতিশক্তি লোপ পাবে সিডের। এরপর রকস্টার লুকে স্টেজে গান গাইতে দেখা যাবে উচ্ছেবাবুকে। ‘মিঠাই’-এর নতুন প্রোমো নিয়ে বেশ হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়।