ফেমাস কমেডিয়ান জনি লিভারের বউয়ের সৌন্দর্য হার মানাবে বলিউড নায়িকাদেরও, দেখুন ছবি

Johnny Lever Wife ভারতীয় সিনেমা জগতের এক উজ্জ্বল অভিনেতা জনি লিভার (Johnny Lever)। না কোনো নায়ক কিংবা খলনায়ক নয় বরং তিনি ‘কমেডিয়ান’ তকমা নিয়েই দেশের মানুষকে প্রায় ৪০ বছর ধরে মাতিয়ে রেখেছেন। তাকে তার চেহারা ও গায়ের বর্ণ নিয়ে কম কথা শুনতে হয়নি। কিন্তু হার না মানা ইচ্ছার নামই যে জনি লিভার। তবে আপনারা কি চেনেন জনির স্ত্রী ‘সুজাতা লিভার’ (Sujata Lever)-কে।
View this post on Instagram
কোনোদিনই তাকে বলিউডের লাইমলাইটে খুঁজে পাওয়া যায়নি। তবে, যৌবনকালে সুজাতা সৌন্দর্যে যে কোনো বলিউডের নায়িকাদের ক্লিন বোল্ড করে দিতে পারতেন। যদিও অভিনয়ের দুনিয়ায় কোনোদিনই আসেননি তিনি। বরং জনির মেয়ে জেমি লিভার ‘স্ট্যান্ড আপ কমেডিয়ান’ হয়েছে।
View this post on Instagram
সেই অর্থে দেখতে গেলে জনির জীবন যুদ্ধ ছিল খুবই কষ্টদায়ক। অর্থের অভাবে পড়াশুনা করতে পারেননি। তবে ১৯৮২ সালে ‘অমিতাভ বচ্চনের’ সাথে তিনি ওয়ার্ল্ড ট্যুর করেন। যেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে কমেডি পারফরমেন্স দিয়েছিলেন। চোরি চোরি চুপকে চুপকে, দুলহে রাজা, নায়ক, গোলমাল-এর মতো মোট ২৫৩টি সিনেমায় এখনও পর্যন্ত অভিনয় করেছেন তিনি। তাহলেই বোঝা যাচ্ছে তাকে শুধুই একজন কমেডিয়ান নয় বরং ‘অভিনেতা’ জনি লিভার হিসাবেই মানুষ বেশি চেনেন।