EntertainmentViral News

খোলামেলা পোশাকে উথলে পড়ছে যৌবন! ‘আলু পোস্ত’র পর এবার কলমি শাক-লাল শাক রেঁধে ভাইরাল দুই সুন্দরী যুবতী

যুগের সাথে সব কিছুই বদলায় এ কথা আমরা সবাই জানি। যেমন ইউটিউবে লাল শাক ও কলমি শাক রাধা শেখানো হচ্ছে। হ্যাঁ, ঠিক এরমই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দুটি সুন্দরী মহিলা খোলামেলা পোশাকে গ্ৰাম্য পরিবেশে রান্না করলো।

ভিডিওতে দেখা যাচ্ছে মাটির উনুনে কলমি শাক রাঁধলেন বর্ষা। ন্যুডলস স্ট্রাপের নীল ব্লাউস ও কমলা রঙের শাড়িতে সে দারুন হট লুকে ধরা দিলো। গতকাল আপলোড করা হয়েছে ভিডিওটা। ইতিমধ্যে বহু মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন এর মধ্যেই।

তার আগে গত সপ্তাহে লাল শাক বানানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। নীল শাড়ি ও ন্যুডলস স্ট্রাপের নীল রঙের ব্লাউস পরে শাক রাঁধতে দেখা গেল। মাটির উনুন ও ছোট্ট করাই ও হট পোশাক দুটির মিল অসাধারণ। এর পরেও কম কটাক্ষ সহ করতে হয় না। ডের লক্ষ মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন।

ইউনিক ভিলেজ ফুড (Unique Village Food) ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ছাড়া হয়েছে। এর আগেও আলু পোস্ত রেঁধে এই চ্যানেলটি থেকে সারা ফেলে দিয়েছিলো সব জায়গায়। তর্ক ও বিতর্কে ভালো খারাপ এর মাঝেও মানুষকে কিন্তু শিখিয়ে চলেছেন তারা।

Related Articles

Back to top button