Entertainment

প্রেমিকের আড়ালে অন্য যুবকের সঙ্গে শারীরিক সম্পর্কে মাতলো যুবতী! এই সিরিজ দেখলে ঝরতে বাধ্য

ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

আপনি মানুন বা নাই মানুষ নিষিদ্ধ যা কিছু আছে তার প্রতি মানুষের একটা টান আজীবন চলে আসছে। এই টান নারী বলুন বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমান। আর মানুষের এই মানসিকতারই ফায়দা তুলছে কিছু ওয়েব সিরিজের প্ল্যাটফর্ম। আগেকার দিনে নিষিদ্ধ সিনেমা রাতের বেলায় টিভির পর্দায় দেখা যেত। কিন্তু বর্তমানে মুঠোফোনের হাত ধরে মানুষজন এমন কিছু প্ল্যাটফর্ম-এর সন্ধান পেয়েছেন যার হাত ধরে সহজেই নিষিদ্ধ সব ওয়েবসিরিজ দেখতে পারেন।

আর যেখানে চলে শরীরী খেলা। যতদিন যাচ্ছে ততই ওয়েব সিরিজ (Web Series) গুলির চাহিদা বাড়ছে। আর সেটা নিশ্চই নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখেনা। আজকালকার যুগে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। আর সেই কারণেই মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন।

অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা। আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না।

আরও পড়ুনঃ Bajaj Pulsar Vs Honda SP 160, কোন বাইকটি আপনার জন্য উপযুক্ত? তুলনা দেখে বুঝে নিন

এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে। বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি।

আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে। তেমনই বছর দুয়েক আগে উল্লুতে রিলিজ করেছিল একটি ওয়েবসিরিজ। যার নাম ‛Tadap’। সম্প্রতি সেই ওয়েবসিরিজের ট্রেলার নতুন করে ভাইরাল (Viral) হয়েছে নেটমাধ্যমে। গল্প অনুযায়ী এক স্কুলে পড়া মেয়ের সঙ্গে এক যুবকের প্রেম হয়। কিন্তু তাদের এই সম্পর্ককে বাড়ির লোকজন মেনে নেয় না।

যারফলে মেয়েটি ওই যুবকের সঙ্গে কলকাতা পালিয়ে আসে। আর সেখানে এসেই তাদের সঙ্গে দেখা হয় ইন্দ্রনীলের। একটা সময় ইন্দ্রনীলের সঙ্গে মেয়েটির শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু শেষ অবধি তিনজনের সম্পর্ক কোনদিকে মোড় নেয় তা জানতে হলে আপনাকে অবশ্যই এই ওয়েবসিরিজটি দেখতেই হবে। তবে, হ্যাঁ ভুলেও বাচ্চাদের সামনে এই ওয়েবসিরিজটি দেখবেন না।