রিলিজ হল ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর Ullu-র এই ওয়েব সিরিজ, ভুলেও দেখবেন না পরিবারের সামনে

যতদিন যাচ্ছে ততই ওয়েব সিরিজ (Web Series) গুলির চাহিদা বাড়ছে। আজকালকার যুগে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। আর সেই কারণেই মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না।
বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।
তবে, বর্তমানে উল্লু-এর একটি ওয়েবসিরিজ রিলিজ করেছে। যেখানে এক রিক্সাওয়ালাকে নিয়ে পুরো ঘটনাটি তৈরি হয়েছে। প্রথমেই দেখা যাচ্ছে যে, এক গৃহবধূ তার ননদকে নিয়ে খুবই চিন্তায় পড়েছেন। কেননা তার সঙ্গে এক রিক্সাওয়ালার সম্পর্ক হয়েছে। তবে, তার বৌদি কোনোভাবেই চায়না রিক্সাওয়ালার সঙ্গে সম্পর্ক হোক। তাই সে এক পাত্র দেখে ননদের জন্য।
কিন্তু তারপরেও ননদের সঙ্গে যুবকের বিয়ে হয়ে যায়। ওদিকে বিয়ের পর আবারও ওই ননদের জীবনে ফিরে আসে ওই রিক্সাওয়ালা। এরপর নিজের তালে গল্প চলতে থাকে। পুরো ওয়েবসিরিজটির মধ্যে মাখো মাখো দৃশ্যে একেবারে ভরপুর। প্রত্যেকেই খুব ভালো অভিনয়ও করেছেন। তবে, এই ওয়েবসিরিজটি আপনি পরিবারের সঙ্গে বসে একেবারেই দেখতে পারবেন না। কারণ এতে বোল্ড দৃশ্য রয়েছে। তাই একান্তে এই ওয়েব সিরিজটির মজা আপনি নিতেই পারেন।