Web Series: পরপুরুষের সঙ্গে বৌমার কুকীর্তি দেখে ফেললো শ্বশুর! বাচ্চারা দূরে থাকো এই ভিডিও থেকে

Ullu Web Series: ‘ইরোটিক’ ওয়েব সিরিজ মানেই এখন উল্লু, কোকু, অল্ট বালাজি মতো বিশেষ অ্যাপ। এই সিরিজ দেখার জন্য এখন বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে। সবকয়টি কার্যত ১৮ বছরের বেশী বয়সীদের জন্য। তবে সব অ্যাপ গুলির মধ্যে দর্শকদের প্রথম পছন্দ উল্লু। দিন দিন এই অ্যাপের জনপ্রিয়তা বেড়ে চলেছে। দিনের শেষে কিছু সময় এই ধরণের অ্যাডাল্ট ওয়েব সিরিজে ডুবে থাকেন অনেকেই। তাইতো আবারো আপনাদের জন্য হাজির হয়েছি সদ্য রিলিজ হওয়া একটি ওয়েব সিরিজ ট্রেলার নিয়ে। চলুন তাহলে আজ বিশেষ এই ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া যাক।
Web Series Name – তোহফা পার্ট ১ (Tohfa Part 1)
Web Series Cast : সিরিজটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শয়না ক্ষত্রি (Shyna Khatri), লীনা সিং (Leena Singh), তারকেশ চৌহান (Tarakesh Chauhan)।
Episode – এই ওয়েব সিরিজের প্রথম পর্বে মুক্তি পাবে ২টি এপিসোড। যার এক একটি সময় হবে ২০-২৫ মিনিটের মধ্যে।
Streaming Platform – এই সিরিজ একমাত্র উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে দেখা যাবে।
Web series Story – এই সিরিজের গল্প তৈরী হয়েছে এক বিবাহিতা মহিলাকে নিয়ে। শহর থেকে এক ব্যক্তি তার স্ত্রীর জন্য একটি প্রেম-ভরা পার্সেল পাঠায় তার বন্ধুর মাধ্যমে। একই গ্রামে বাস করে সেই বন্ধু বাড়ি ফেরার পথে এই বিশেস তোহফা তাঁর বন্ধুর স্ত্রীকে দিয়ে দেয়। তবে তিনি তার চোখকে বিশ্বাস করতে পারছেন না যে তাঁর বন্ধুর স্ত্রী এতটা সুন্দরী ও লাস্যময়ী। তবে বন্ধুর বোন তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। বন্ধুর বউ না তাঁর বোন কাকে বেছে নেবেন সেই ব্যক্তি? তা জানতে হলে অবশ্যই দেখুন তোহফা ওয়েব সিরিজ।
Release Date- ২০২৩ সালের ১৩ই জুন এই ওয়েব সিরিজটি রিলিজ করবে।
Languages – আপনারা তো জানেন উল্লু দর্শকদের কথা মাথায় রেখে হিন্দি সহ আরও ৬টি আঞ্চলিক ভাষায় ওয়েব সরিজ রিলিজ করে।
Download and Subscribe Ullu App- প্রথমে আপনার স্মার্ট ফোন থেকে গুগল প্লে স্টোর কিংবা IOS স্টোর থেকে উল্লু অ্যাপটি ডাউনলোড করুন। ইনস্টল করে রেজিস্টার করুন। তারপরে নির্দিষ্ট দিন ও নির্দিষ্ট টাকার সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। সব হয়ে গেলে আপনি আনলিমিটেড ওয়েব সিরিজ দেখতে পারবেন।
বিঃদ্রঃ – কোনোমতেই এই ওয়েব সিরিজ ১৮ বছরের নিচে দেখবেন না। Humppy.Com শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য সংবাদ তৈরী করে। কোনোভাবেই কলাকুশলী কিংবা ব্যক্তিকে আক্রমন করেনা।