যৌন দৃশ্যে ভরপুর Ullu-র নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Ullu New Web Series: অ্যাডাল্ট সিরিজের ক্ষেত্রে উল্লু (Ullu) যেন বিশেষ নাম করেছে। একের পর এক ঘাম ঝরানো সিরিজ রিলিজ হচ্ছে তাদের অ্যাপের মধ্যে দিয়ে। সেখানেই আবারো নতুন সিরিজের ট্রেলার রিলিজ করে দিলো নির্মাতারা। সিরিজের নাম ‘জানছ পারতাল দেশি কিস্সে (Janch Padtaal Dessi Kisse)। সিরিজের নাম শুনেই আন্দাজ করা যাবে কি ধরণের ঘাম ঝরানো সিন থাকবে। ট্রেলার (Trailer) থেকেই বোঝা যাচ্ছে যে ঠিক কতটা উষ্ণতা বাড়াবে এই নতুন সিরিজ।
সিরিজের মুখ্য চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনও জানা সম্ভব হয়নি। প্রথমেই গল্প সম্পর্কে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে। গল্পে কমলা নামের এক কলেজ পড়ুয়া মেয়ের কথা দেখানো হয়েছে। যে রাতের বেলা নিজের প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে মেতে থাকেন। এদিকে তার বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
একদিন কমলার বাবা তার বিয়ে ঠিক করে দেয়। তবে তার শশুরবাড়ি ফুলসজ্জার রাতে কমলার সতীত্ততা দেখবেন। সে কারণে কমলার মা তাঁকে সেটা আগে থেকেই জানিয়ে দিয়েছেন। কি হবে এবার কমলার জীবনে তা জানতে হবে আপনাকে দেখতে হবে এই ওয়েব সিরিজ। আগামী ২রা মে সিরিজটি রিলিজ হবে উল্লু অ্যাপের মাধ্যমে।
সম্পূর্ণ হিন্দি ভাষা সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করবে। এই সিরিজ যা অনায়েসেই কার্যত লজ্জার সব বাধ ভেঙে দেবে। তবে তার আগে অতি অবশ্যই উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন (Subscription) নিতে ভুলবেন না যেন। বাড়িতে এই সিরিজ দেখার সময় মনে রাখবেন বাচ্চাদের সামনে কিন্তু ভুলেও দেখবেন না।