Advertisement
Entertainment

উল্লুতে এলো নতুন ঘাম ঝরানো ওয়েব সিরিজ, কানে হেডফোন লাগিয়ে একা দেখুন

Advertisement
Advertisements

Gaon Ki Garmi Web Series on Ullu: অ্যাডাল্ট সিরিজ আপনি পছন্দ করেন নিশ্চয়ই? সিনেমার থেকেও এই ওয়েব সিরিজ বর্তমানে মানুষের সবথেকে বেশি পছন্দের। অবসর হলেই ছোট এপিসোডের সিরিজ গুলি চোখের সামনে ভাসতে থাকে। করোনা থেকেই কার্যত বাড়ি বসে সিনেমা বা সিরিজ দেখার ঝোঁক বেশি এসেছে। তবে অ্যাডাল্ট সিরিজ সব দর্শকদের কমবেশি পছন্দের। আর এই অ্যাডাল্ট সিরিজের বাজারে বিশেষ নাম করেছে উল্লু। তাদের একের পর এক সিরিজ গুলি খুবই হট ফেভারিট। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি।

ওয়েব সিরিজের নাম – গাঁও কি গর্মি পার্ট ২ (Gaon Ki Garmi Part 2)

Advertisements

কাস্ট – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাহি কৌর (Mahi Kaur)।

Advertisements

কোন প্লাটফর্মে দেখতে পাবেন – এই সিরিজ একমাত্র দেখা যাবে উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে।

সিরিজের গল্পঃ – সিরিজের এই গল্প কিন্তু প্রচন্ড ঘাম ঝরানো। মহিলার বর ও তিনি একসাথে থাকেন। তবে তার ভাইপো সেই বাড়িতে আসে এবং তার সাথে সম্পর্ক তৈরী করতে চায়। ওই মহিলাও কার্যত সব ভুলে বিভিন্ন পুরুষের সাথে যৌন খেলায় মগ্ন হয়ে থাকেন। কি হবে এবার? তা দেখবেন এই সিরিজের মধ্যে দিয়ে।

রিলিজ তারিখ – ১৯-এ মে ২০২৩-এ এই সিরিজের সিজন ৩ রিলিজ করেছে।

কিভাবে দেখবেন – নিজের স্মার্ট ফোনে ডাউনলোড করে নিন উল্লু অ্যাপ। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন। উল্লুর মাধ্যমে একের পর এক ঘাম ঝরানো সিরিজ রয়েছে। সময় নিয়ে সেসব গুলি উপভোগ করতে পারবেন।