Entertainment

স্বামীকে ঠকিয়ে হ্যান্ডসাম শ্বশুরের সঙ্গে কুকর্ম বৌমার, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Ullu Web Series: ‘ইরোটিক’ ওয়েব সিরিজ কেমন লাগে আপনার? জানি এমন ধরণের প্রশ্ন প্রতিবেদনের শুরুতে থাকলে বেশ অস্বস্তি হবেই। তবে এই প্রতিবেদন তৈরী হয়েছে আপনার মনোরঞ্জনের কথা ভেবে। অনেকেই আছেন যারা প্রতিদিন দিনের শেষে এই ধরণের ইরোটিক ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। কিন্তু নতুন নতুন সিরিজ খুঁজে পাওয়া বেশ চাপের ব্যাপার। তবে আপনার জন্যই আজ এক দুর্দান্ত ঘাম ঝরানো সিরিজ নিয়ে হাজির হয়েছি।

একা ঘরে থাকলে অনায়েসেই এই সিরিজ দেবে আপনাকে চরম আনন্দ। এখন সিনেমার থেকেও এই সিরিজগুলির চাহিদা সবথেকে বেশি। তেমনই দর্শকদের পছন্দের এই মুহূর্তে একাধিক ওয়েব সিরিজের প্ল্যাটফর্ম রয়েছে। যারা সবসময় তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে দর্শকদেরই মনোরঞ্জনের উদ্দেশ্যে। আর সেই সমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’ অন্যতম। চলুন তাহলে আজ বিশেষ এই ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানানো যাক।

Web Series Name – তিখি চাটনি পার্ট ২ (Teekhi Chatni Part 2)

Episode – এই ওয়েব সিরিজে ২টি এপিসোড আপনারা দেখতে পাবেন।

Web Series Cast : সিরিজটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নূর মালবিকা।

In Which Platform Do You Watch This Series – এই সিরিজ একমাত্র দেখা যাবে উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে।

Web series Story – এই সিরিজের গল্প তৈরী হয়েছে এক পরিবারকে ঘিরে। বাড়ির একমাত্র ছেলের বিয়ে হয়। তবে তার আগেই ছেলের বাবার সাথে হবু বৌমার শারীরিক সম্পর্ক তৈরী হয়। তাই বিয়ের সময়ও সেই মেয়ে তার স্বামী নয় বরং তার হবু শশুরের প্রতি দুর্বল হোয়ে যান। দিনের পর দিন শশুরের সাথেব্যাপক যৌন খেলায় লিপ্ত হয় বৌমা। তবে বেশিদিন নয় এই ঘটনা জানাজানি হতেই গুরুত্বপূর্ণ মোড় আসে গল্পে। তবে সেই মোড় জানতে হলে আপনাকে দেখতে হবে তিখি চাটনি পার্ট ২ সিরিজটি।

Release Date- ২০২২ সালের ৮ই নভেম্বর এই ওয়েব সিরিজটি রিলিজ করেছিল।

How To Watch Teekhi Chutney Web series – নিজের স্মার্ট ফোনে প্রথমে উল্লু অ্যাপ ডাউনলোড করে নিন। রেজিস্টার করার পরে নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

Languages – হিন্দি সহ আরও ৬টি আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে।