Entertainment

বরের অবর্তমানে শ্বশুরের সঙ্গে বিছানায় বৌমা, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Ullu Web Series: চরমসুখ পর্বের সিরিজ গুলি কার্যত সব দিক থেকে উষ্ণতায় মাখা থাকে। উল্লুর এখনো পর্যন্ত রিলিজ হওয়া দর্শকদের সব থেকে পছন্দের সিরিজ এই চরমসুখ পর্বের বিভিন্ন এব সিরিজ। পর পর বেশ উল্লুর বেশ কিছু সিরিজ রিলিজ হয়েছে। সেগুলি নিশ্চয়ই দেখা হয়ে গেছে। এবার আবারো একবার সামনে আসলো বিখ্যাত ‘চরমসুখ’ পর্বের একটি ওয়েব সিরিজ। এই সিরিজের মধ্যে রয়েছে একাধিক গল্প, যেই গল্প একবার দেখলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। গল্পে রয়েছে পরকীয়া ও যৌনতার অবাধ বিচরণ। কিভাবে গৃহ বধূ নিজের শশুর ও যুবকের সাথে সম্পর্ক বজায় রাখে সেটায় দেখার।

Web Series : জানে আনজানে মে-৪ (পার্ট ২) Jane Anjane Mein-4 (Part-2)

Web Series Cast : জিনি জাজ (Jinnie Jaaz)

Release Date : ২০২০ সালের ২৭ সে মার্চ এই ওয়েব সিরিজ মতি রিলিজ করেছে।

Story : সিরিজের আগের পর্বে দেখেছেন নিজের শশুরের সাথেই বৌমার অবাধ যৌন সম্পর্ক চলতে থাকে। এবার দেখা যায় কিছু কাজের জন্য তার বর শহরের বাইরে গেছে। সেই সুযোগে শশুরের সাথে তো অবাধ আনন্দ চলতে থাকে। কিন্তু সেই সময় বাড়িতে ছিল তার ভাইপো। সেসব মুহূর্তের ভিডিও তুলে নেয় ও জিনিকে ব্ল্যাকমেল করতে থাকে তাঁর শরীর পাওয়ার জন্য। জিনি কেও একসময় তা মানতে হয়। কিন্তু কি হবে আগে তা জানতে পারবেন পুরো ওয়েব সিরিজটি দেখলে।

Languages: এই সিরিজ মোট ৭ টি ভাষায় রিলিজ করেছিল।

এই সিরিজ দেখতে হলে আপনাকে উল্লু অ্যাপ ইন্সটল করতে হবে। তারপরে নির্দিষ্ট টাকার বদলে সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।