Entertainment

Ullu-র সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ জালেবি বাই, ভুল করেও বাচ্চাদের সামনে ক্লিক করবেন না

Jalebi Bai Web Series: উল্লু অ্যাপের মাধ্যমে ‘জালেবি বাই’ (Jalebi Bai) সিরিজটি সামনে এসেছিলো গত বছর ৮ ই এপ্রিল। ঋদ্ধিমা তিওয়ারি (Ridhima Tiwari) মুখ্য চরিত্রে অভিনয় করেছিল। রিলিজের সাথে সাথেই সিরিজটি চরম জনপ্রিয় হয়ে ওঠে। তার কিছুদিন পরেই অর্থাৎ ১৫ই এপ্রিল সিরিজটির দ্বিতীয় পর্ব রিলিজ হয়। সেখানেও মুখ্য চরিত্রে ছিলেন ঋদ্ধিমা। জালেবি বাই নামের এক কাজের মহিলার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিরিজে জালেবি বাইয়ের গল্প দারুন ফুটিয়ে তুলেছেন। যেখানে সে অনেক বাড়িতে গিয়ে কাজ করেন। তবে টাকার জন্য সে সব কিছু করতে পারে। এই সুযোগেই অনেক বাড়ির মালিক টাকার বিনিময়ে হট জালেবি বাইয়ের সাথে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক তৈরী করে নেন। ঋদ্ধিমার দুর্দান্ত ঘাম ঝরানো অভিনয় কার্যত বেকায়দায় ফেলে দিয়েছিলো দর্শকদের।

তবে আপনি যদি এই সিরিজটি বর্তমানে দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই উল্লুর সাবস্ক্রিপশন নিতে হবে। পরবর্তী সময়ে জালেবি বাইয়ের ৩ নম্বর পর্বটি রিলিজ করেছিল। তবে সেখানে অভিনয় করেছেন প্রযুক্তা দুশানে, এলিনা সেন প্রমুখ। তাই একবার উল্লুর সানস্ক্রিপশন নিলে শুধু এই সিরিজ নয় আরও প্রচুর কনটেন্ট দেখতে পাবেন নিজের ইচ্ছা মতো।