Entertainment

খোলামেলা রোমান্সে ভরপুর উল্লুর নতুন ওয়েব সিরিজ Badan, কানে হেডফোন গুঁজে একা দেখুন

Advertisement

Ullu Web Series: চরমসুখ কামার কি নাপ, পালং তোড় দামাদ জি এই ওয়েব সিরিজগুলি দেখেছেন নিশ্চয়ই। উত্তেজনায় পূর্ণ এই সিরিজ গুলি দেখলেই মনে পড়ে আয়ুষী জেয়েসওয়াল -কে। তার লাস্যময়ী অভিনয় সবার খুব পছন্দের। ওয়েব সিরিজ বললেই প্রথমে নাম আসে উল্লু (Ullu) -র। দুর্দান্ত এই সাইটে আছে একের পর এক ঘাম ঝরানো সিরিজের মেলা। প্রতি সপ্তাহে দুটো নতুন সিরিজ নিয়ে এসে কার্যত সবাইকে চমকে দেয় উল্লু। ঠিক তেমনই গত মার্চ মাসে সামনে এসেছিলো ‘বদন’ (Badan) ওয়েব সিরিজ।

উল্লুর এই বদন সিরিজে প্রধান নায়িকা হিসাবে কাজ করেছিলেন আয়ুষী জেয়েসওয়াল (Ayushi Jaiswal)। এর আগেও আপনারা তার অভিনয় দেখেছেন। ঘাম ঝরানো অভিনয়ের জন্য সকলের পরিচিত তিনি। এবার আবারো একবার বদন ওয়েব সিরিজে(Web Series) তাঁকে দেখা গেল উত্তেজনা পূর্ণ সিনে। তবে বদনের গল্প কেমন ছিল?

গল্পে মুকেশ নামের এক বিবাহিত পুরুষকে দেখানো হয়েছে। বিয়ের পরেও তার আলাদা প্রেমিকা আছে। মুকেশের স্ত্রী একটি ছেলেকে সেই প্রেম হাতেনাতে ধরার দায়িত্ব দিয়েছেন। কিন্তু সম্পূর্ণ গল্প ঘুরে যায়। সেই ছেলেটি মুকেশের স্ত্রীকে ভালোবাসতে শুরু করে। কি হবে এর পরে তার জন্য আপনাকে দেখতে হবে উল্লুর পর্দায় এই বদন ওয়েব সিরিজ।

খোলামেলা রোমান্সে ভরপুর উল্লুর নতুন ওয়েব সিরিজ Badan, কানে হেডফোন গুঁজে একা দেখুন

তার আগে এই প্লাটফর্মের সাবস্ক্রিপশন (Subscription) নিতে ভুলবেন না। গত ২১সে মার্চ রিলিজ হয়েছে সিরিজটি। দুটি এপিসোডে ভাগ করা হয়েছে যা সম্পূর্ণ উষ্ণতায় পরিপূর্ণ। হিন্দি সহ আরও ছয়টি ভাষায় মুক্তি পেয়েছে এই সিরিজ।