Ullu-র সবচেয়ে ঘাম ঝরানো ৫ টি ওয়েব সিরিজ, ঘরের দরজা লাগিয়ে একা দেখুন (VIDEO)

Top five ULLU web series: ইরোটিক সিরিজ মানেই প্রথম মাথায় আসে উল্লুর নাম। সেখানে উপস্থিত একাধিক নায়িকা হয়ে ওঠে রাতে একাকিত্ব কাটানোর সঙ্গী। বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্মে সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট কিংবা ঘাম ঝরানো ওয়েব সিরিজ তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই উল্লু (Ullu) বর্তমানে অ্যাডাল্ট সিরিজের ভান্ডার। আর সেখানেই প্রিয়া গামড়ে অভিনীত ৫ টি এমন সিরিজ নিয়ে আজ আলোচনা করবো যা প্রতিবেদন পড়তে গিয়েও হয়তো আপনার ঘাম ঝরতে পারে।
১) Matki :
সিরিজে প্রধান চরিত্রে ছিলেন প্রিয়া গামরে। বিন্দু নামের একটি বিবাহিতা মহিলার গল্প দেখানো হয়েছে। যেখানে তার স্বামী বিন্দুর শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে না। তাই একসময় নিজের শরীরের জন্য বিন্দু নিজের ভাইপো সাথে সম্পর্ক তৈরী করেন। স্বামীকে ছেড়ে একসময় বিন্দু শুধুই নিজের ভাইপোকে জীবনের অঙ্গ হিসাবে চাইতে থাকে। কি হবে এই সিরিজে তা দেখুন।
২) Palang Tod: Siskiyan
রেনুর যার শরীরের তৃষ্ণা মেটাতে অক্ষম তার স্বামী। কার্যত প্রতিদিন একইভাবে রেণুর জীবন অতিষ্ট হতে থাকে। এক সময় রেনু তার শারীরিক কামনা মেটানোর জন্য শশুরের সাথে তৈরী করে অবৈধ সম্পর্ক। শশুর ও এমন বৌমাকে নিজের করে চাইতে থাকে। তবে দুজনে কি আদেও সফল হতে পারবে? তার জন্য অবশ্যই দেখুন সিসকিয়ান সিরিজ।
৩) Walkman :
এক বিবাহিত মহিলার গল্প দেখানো হয়েছে। সে তার বরের সাথে শারীরিক সম্পর্ক ভালো ছিল না। গ্রাম্য পরিবেশে শরীরের চাহিদা তার স্বামী কোনোদিন মেটাতে পারেনি। তাই সে তার আশেপাশের অন্যান্য পুরুষদের সাথেও অবৈধ সম্পর্ক তৈরী করে। সিরিজের প্রধান মুখ অবশ্য ঋদ্ধিমা তিওয়ারি।
৪) Shahad:
এক মহিলার সাথে কার্যত দুটি পুরুষের অবাধ যৌনতা দেখানো হয়েছে। দেওরের সাথে নিজের বৌদির ঘনিষ্টতা বৃদ্ধি পায়। শুধু তাই নয় একসময় তাদের শারীরিক সম্পর্ক হয়। কিন্তু কি হবে এর পরে? তা জানতে হলে আপনাকে দেখতে হবে শাহাদ ওয়েব সিরিজ।
৫) Khalish :
সিরিজের গল্প তৈরী হয়েছে দুটি মহিলাকে কেন্দ্র করে। একজন শাশুড়ি ও ওপরজন তার বৌমা। তার ছেলে নতুন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসলেও তার শাশুড়ি তাকে পছন্দ করে না। শাশুড়ি শুধু নিজের যৌবন জ্বালা মেটাতে চায়। তার বৌমা কার্যত তাঁকে সাহায্য করতে থাকে। বৌমা তার শাশুড়ির অতৃপ্ত শরীরের জন্য পুরুষ খুঁজে দেওয়ার দায়িত্ব নেয়। সে কি পারবে শাশুড়ির মনোবাসনা সম্পূর্ণ করতে? তা দেখবেন খালিস সিরিজের মধ্যে দিয়ে। এখানেও প্রধান চরিত্রে দেখা যাবে প্রিয়া গামড়ে যা নিজের অভিনয়ের মধ্যে দিয়ে ঘাম ঝরাবে।