Advertisement
Entertainment

যৌন দৃশ্যে ভরপুর Ullu-র এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Advertisement
Advertisements

Ullu Web Series Tawa Garam Part 2: একা ঘরে সময় কাটান কিভাবে? স্বাভাবিকভাবেই প্রতিবেদনের শুরুতে এমন ব্যক্তিগত প্রশ্ন দেখে উত্তর দিতে ইতস্তত হবার কথা। তবে একা থাকলে নিশ্চয়ই অ্যাডাল্ট সিরিজ দেখেই একাকিত্ব ও একঘেয়েমি দূর করেন। বর্তমান সময়ে সিনেমার থেকেও অ্যাডাল্ট ওয়েবসিরিজ যা শুধুমাত্র ১৮+ বয়সীদের জন্য তৈরী তা বেশি জনপ্রিয়। এই মুহূর্তে একাধিক ওয়েব প্ল্যাটফর্ম রয়েছে, যারা তাদের দর্শকদের মনের মতন সিরিজ নিয়ে হাজির থাকে সর্বদা।

যৌন দৃশ্যে ভরপুর Ullu-র এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

Advertisements

সেইসমস্ত প্ল্যাটফর্মগুলির মধ্যে ‘উল্লু’(Ullu) অন্যতম। আপনি উল্লুর ঘাম ঝরানো ওয়েব সিরিজ গুলি দেখেছেন নিশ্চয়ই? দেখলেও কি আর সবার সামনে সম্মতি জানাতে পারবেন। তাদের একের পর এক সিরিজ দেখলে শরীর নিংড়ে ঘাম বেরিয়ে আসতে বাধ্য। দর্শকদের সেই কারণে এই গুলি খুবই হট ফেভারিট। আজ তেমনই একটি ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের জানাতে হাজির হয়েছি। যেখানে ট্রেলার দেখেই আপনার রাতের ঘুম ছুটে যাবে।

Advertisements

ওয়েব সিরিজের নাম – চরমসুখ তাওয়া গরম পার্ট ২ (Charamsukh: Tawa Garam Part 2)

কয়টি এপিসোড – এই সিরিজে ২টি এপিসোড আপনারা দেখতে পাবেন।

কাস্ট – মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পিহু কানোজিয়া (Pihu Kanojiya)।

কোন প্লাটফর্মে দেখতে পাবেন – এই সিরিজ একমাত্র দেখা যাবে উল্লু (Ullu) অ্যাপের মাধ্যমে। যা নির্দিষ্ট সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন।

সিরিজের গল্পঃ – সিরিজের এই গল্প তৈরী হয়েছে সুরমাই বুয়াকে (Pihu) কেন্দ্র করে। যেখানে দুজন ছেলে বন্ধু বাড়িতে কেউ থাকবে না এই ভেবে একসাথে থাকার প্ল্যান করে। কিন্তু হঠাৎ সেখানে বুয়া এসে হাজির হয়। এই গল্প প্রথম পর্বে দেখানো হয়েছিল। এবার দ্বিতীয় পর্বে দেখা যাবে বুয়া কিভাবে সোনুকে নিজের শরীরের মায়া জালে জড়িয়ে নেয় ও ব্যাপক রোমান্স মত্ত হয়। কিন্তু কি হবে এই কথা জানাজানি হলে? তা দেখবেন তাওয়া গরম সিরিজের মধ্যে দিয়ে।

রিলিজ তারিখ – গত বছর অর্থাৎ ২০২২ সালে ৯ই অগাস্ট এই সিরিজটি রিলিজ করেছে।

কেন দেখবেন তাওয়া গরম পার্ট ২ – অন্য সিরিজের থেকে এই ওয়েব সিরিজ সম্পূর্ণ আলাদা। কার্যত এমন ঘাম ঝরানো সিন অন্য কোনো সিরিজে এর আগে দেখা যায়নি।

ভাষা – হিন্দি সহ আরও ৬টি আঞ্চলিক ভাষায় এই ওয়েব সিরিজ রিলিজ করবে।

যৌন দৃশ্যে ভরপুর Ullu-র এই ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না

কিভাবে দেখবেন – প্লেস্টোর থেকে নিজের স্মার্ট ফোনে উল্লু অ্যাপ ডাউনলোড করে নিন। তারপর নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিলেই ইচ্ছা মতো ওয়েব সিরিজ দেখতে পাবেন।