শীঘ্রই সাতপাকে বাঁধা পড়বেন, বিয়ের আগে জমজমাট ব্যাচেলর পার্টি সারলেন ত্বরিতা
শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন গৌরব ও দেবলীনা। আর গৌরবের পর এবার পালা সৌরভের। টলি পাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। সব অভিনেত্রী ও অভিনেতারা বোধহয় এই বছর টাকেই বিয়ের জন্য বেছে নিয়েছে।
কদিন আগেই উত্তমকুমারের এক নাতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আর এবার পালা অন্য নাতির। অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। তবে, তাঁর বউ হয়ে উত্তমকুমারের পরিবারে আসতে চলেছে অভিনেত্রী তরিতা ব্যানার্জি।
আপাতত তরিতা করুনাময়ী রানী রাসমণি ধারাবাহিকে সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছেন। তরিতা নাচেও খুব দক্ষ। নতুন বছরের শুরুটা সৌরভ ও তরিতার জন্য একটু বেশিই স্পেশাল হতে চলেছে। কেননা, দীর্ঘদিনের প্রেমের পর অবশেষে ১৫ জানুয়ারি তরিতা ও সৌরভ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
আর তাই বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারের রিসোর্টে জমিয়ে স্পিনস্টার পার্টি সারলেন অভিনেত্রী। সেখানে তরিতার অন্যান্য বান্ধবীদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ও তরিতা একে অপরের খুব ভালো বন্ধু। এখন শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর তারপরই তরিতা ও সৌরভ একে অপরের বন্ধনে আবদ্ধ হওয়ায় পালা।