শরীরের জ্বালা মেটাতে ছাত্রের সঙ্গে বিছানায় শিক্ষিকা, ভুলেও পরিবারের সঙ্গে দেখবেন না এই সিরিজ

উল্লু অ্যাপ এবং তাদের ওয়েব সিরিজ গুলির কার্যত তাদের বাঁধন ছাড়া ফ্যান ফলোইং। আট থেকে আশি সকলের কার্যত হট ফেভারিট এই ওয়েব সিরিজগুলি। যদিও ১৮ বছরের উর্দ্ধে ছাড়া এই ওয়েব সিরিজ দেখবেন না। শুধুই উল্লু নয় বরং একাধিক ওয়েব প্লাটফর্ম আছে। সেখান থেকেও এক সে এক ওয়েব সিরিজ সামনে আসে। আবার সম্প্রতি উল্লুর একটি পুরোনো সিরিজ হয়ে উঠেছে ব্যাপক ভাইরাল। সেই সিরিজ কার্যত আপনি না দেখলে চরম মিস করবেন। আজ চরমসুখ কিংবা পালং তোড় না বরং অন্য একটি সিরিজ নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে সেই বিশেষ ঘাম ঝরানো ওয়েব সিরিজ সম্পর্কে আপনাদের আজ জানানো যাক।
Web series Name: টিউশন টিচার (Tution Teacher)
Streaming App: Ullu
Web Series Cast : অনামিকা সাহিল (Anamika Sahil) মতো অভিনেত্রীকে দেখা গেছে মুখ্য চরিত্রে অভিনয় করতে।
Story: গল্পে কল্পনা নামের এক শিক্ষিকাকে দেখানো হয়েছে। যেখানে সে বাড়িতে শিক্ষকতা করেন। আদতে খুবই রূপসী ও সুন্দরী সেই শিক্ষিকা। তার কাছেই একদিন পড়তে যায় একটি ছেলে। ধীরে ধীরে তার সাথে শিক্ষিকার সম্পর্ক গভীর হয়। শারীরিক সম্পর্ক তৈরী হয়। তবে কি তাদের সম্পর্ক সবার সামনে ধরা পড়ে যাবে? তা জানতে হলে দেখতে হবে এই সম্পূর্ণ সিরিজটি।
Release Date: গত ২০২১ সালের ২১ সে ডিসেম্বর এই ওয়েব সিরিজ রিলিজ হয়েছে।
Number Of Episodes: দুটি এপিসোডের এই সিরিজ অবশ্যই দেখুন।
Web Series Language: হিন্দি সহ আরও ৬ টি ভাষায় রিলিজ করবে এই সিরিজ।
How Install Ullu and Subscribe : প্লে স্টোর থেকে উল্লু অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন করে নিয়ে সাবস্ক্রিপশন নিলে তবেই এই ওয়েব সিরিজ দেখতে পাবেন।