মায়ের পাশে বসে থাকা ছোট্ট মেয়েটি আজ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, চিনতে পারলেন?

কখনও লেকের ধারে, আবারও কখনও ঘোড়ার পিঠে, কখনও বা আবার মায়ের কাছে বসে মনযোগ দিয়ে করছেন পড়াশোনা। খুদে এই মেয়েটি কে চিনতে পারছেন? বর্তমানে তিনি টেলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির নায়িকা। চিনতে পারছেন না নিশ্চই? তিনি হলেন সকলের প্রিয় অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। বর্তমানে যাকে কিনা স্টার জলসার পর্দায় ‛বালিঝড়’ ধারাবাহিকে ‛ঝোড়া’ নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।
View this post on Instagram
আসলে ১৭ মার্চ তৃনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা এদিন তার মায়ের জন্মদিন। কিন্তু শ্যুটিং থাকার কারণে জন্মদিনটা মায়ের সঙ্গে কাটাতে পারছেন না তিনি। আর তাইতো বেজায় মনখারাপ তার। তবে, মায়ের জন্মদিনে পুরোনো ছবি শেয়ার করে তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু একেবারেই ভোলেননি অভিনেত্রী। একেবারে ছোটবেলায় ফিরে গিয়েছেন তৃনা। ছবি শেয়ার করে তৃনা ক্যাপশনে লিখেছেন ‛শুভ জন্মদিন মা’।
View this post on Instagram
মায়ের জন্মদিন বলে কথা কিন্তু তৃনা বন্দী শ্যুটিংয়ে। আর তাই ফ্লোরে মেকআপ করতে করতেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে, ‛সারাদিন শ্যুটিং তাই কিছুই করতে পারব না। তবে, ইচ্ছে আছে রাতে রেস্তোরাঁ থেকে খাবার এনে একসঙ্গে খাওয়াদাওয়া করবো’। তবে, এ তো গেল খাওয়া-দাওয়ার গল্প। কিন্তু এই বিশেষ দিনে মাকে কি উপহার দেবেন তৃনা? তা জানতেও কিন্তু কম আগ্রহী নয় তার ভক্তরা।
View this post on Instagram
এ বিষয়ে তৃনা জানিয়েছেন যে, ‛মা জামাকাপড়, গয়না ভালোবাসেন। তাই বেশ কিছু পোশাক আর গয়না কিনেছি’। তবে, মায়ের জন্মদিনে তৃনার এই ছোটবেলাকার ছবি দেখে অনেকেই তাকে চিনতে পারেননি। বুঝতেই পারেননি যে এটা তৃনা হতে পারে। যদিও আবার অনেকেই জানিয়েছেন ছোট তৃনা অনেকটা তার মায়ের মতো হয়েছে। সম্প্রতি তৃনার শেয়ার করা এই ছবিই এখন ভাইরাল নেটমাধ্যমে।