Entertainment

Trina Saha: পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে ক্লিভেজ, হট লুকে ভক্তদের রাতের ঘুম কাড়লেন অভিনেত্রী তৃণা

Advertisement
Advertisements

মিরর সেলফিতে একেরপর এক পোজে ধরা দিলেন তৃনা (Trina Saha)! পাশাপাশি ক্যাপশনে অনুরাগীদের উদ্দেশ্যে প্রশ্ন ‛মিরর সেলফিতে আমায় কি ভালো লাগছে?’। প্রশংসায় ভরালেন নেটিজেনরা। এই মুহূর্তে তাকে স্টার জলসার পর্দায় ‛বালিঝড়’ (Balijhor) ধারাবাহিকে ঝোড়া (Jhora) নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। আর সেই চরিত্রে তিনি সফল হলেও টিআরপি তালিকায় কোনো ভাবেই জায়গা করতে পারেনি এই সিরিয়াল।

আর তাই মাত্র দুমাসের মাথায়ই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। আর সম্প্রতি সেই খবরই এসেছে প্রকাশ্যে। যা নিয়ে মনখারাপ ভক্তদের। টেলিপাড়ার একজন চার্মিং নায়িকা হিসেবেই তিনি পরিচিত সকলের কাছে। এর আগেও স্টার জলসার (Star Jalsha) পর্দায় আরও তিনটি ধারাবাহিকে তিনি কাজ করেছেন। ‘খোকাবাবু’ (Khoka Babu), ‘কলের বউ’ (Koler Bou), ‛খড়কুটো’তে (Khorkuto) তাঁর অভিনয় নজর কেড়েছিল সবার। বিশেষ করে ‛খড়কুটো’ ধারাবাহিকে ‛গুনগুন’ (Gungun) চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল।

এমনকি ‛সৌগুন’ (Sougun) জুটি ছিল সুপার ডুপার হিট। যার জনপ্রিয়তা আজও বহমান। আর সেই সূত্র ধরেই আবারও ‛তৃশিক’ (Trishik) জুটিকে পর্দায় ফিরিয়ে এনেছিল নির্মাতারা। যদিও এরমাঝে এবার ঢুকেছিল ত্রিকোণ প্রেমের কাহিনী। কিন্তু তারপরেও টিআরপির কাছে মাথা নোয়াতে হল ধারাবাহিককে। তবে, কেরিয়ার ও ব্যাক্তিগত জীবন দুটোকেই সমানভাবে ব্যালেন্স করেন অভিনেত্রী। আর তাইতো সিরিয়াল বন্ধের মনখারাপ তার মুখে পড়তে দেননা। হাসি মুখেই ধরা দেন ক্যামেরার সামনে।

আর এবারেও তাকে হাসিমুখেই দেখা গেল। মিরর সেলফিতে মজেছেন তৃনা (Trina Saha)। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও (Social Media) বেশ সক্রিয় এই নায়িকা। মাঝে মধ্যেই নিত্য নতুন ছবি ও ভিডিও (Video) পোস্ট করে তাক লাগিয়ে দেন সবাইকে। সম্প্রতি অভিনেত্রী নিজের ইন্সট্রাগ্রাম (Instagram) হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে আয়নার সামনে দাঁড়িয়ে একেরপর এক পোজ দিতে দেখা যাচ্ছে।

তার পরণে রয়েছে রেডি টু ওয়ার শাড়ি। কানে স্টোনের লম্বা ইয়ার রিং। বাঁহাতে ঘড়ি। খোলা চুলে ধরা দিয়েছেন তৃনা। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বক্ষ ভাঁজ। ছবি শেয়ার করে তৃনা (Trina Saha) ক্যাপশনে অনুরাগীদের উদ্যেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। লিখেছেন যে, ‛মিরর সেলফিতে আমাকে কি ভালো লাগে?’। সঙ্গে দুটি ইমোজিও দিয়েছেন। আসলে আগাম পয়লা বৈশাখের পার্টিতে এই লুকে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। যার ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛গর্জিয়াস। পাশাপাশি তার স্বাস্থ্যের খেয়াল রাখার কথাও জানিয়েছেন’। কেউ লিখেছেন ‛খুব সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛কিউট’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) তৃনার এই ছবি।