×
Entertainment

Neel-Trina: স্বামী নীলের সঙ্গে সম্পর্কে চিড়! বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃণা

টেলিপাড়ার পাওয়ার কাপেল তারা। ভক্তরা তাদের ভালোবেসে ত্রিনীল বলেই ডাকেন। কাদের কথা বলছি বুঝতে পেরেছেন নিশ্চই? তারা হলেন নীল ও তৃনা (Neel-Trina)। দীর্ঘ ১০ বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ঘটা করে বিয়ে সারেন তারা। একপ্রকার রূপকথার বিয়ে সেরেছিলেন দুজনে। তারকা থেকে শুরু করে রাজনৈতিক জগতের গণ্যমান্য ব্যক্তিত্ব সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির হয়েছিলেন এই বিয়েতে। তবে, সেই বিয়ের নাকি এবার ভাঙনের পথে!

গুঞ্জনের সূত্রপাত হয়েছিল তৃনার জন্মদিনের দিন। এবার ছোট করেই জন্মদিন সেলিব্রেট করেছিলেন তৃনা। তবে, তৃনার জন্মদিনে দেখা যায়নি নীলকে। যদিও এই বিষয়ে নীল বলেছেন যে, ‛সোশ্যালে আমি ওর জন্মদিনের ছবি পোস্ট করেছি। তবে সেটা ওর আগের ছবি। তাই হয়তো কারোর চোখে পড়েনি। সবসময় সবকিছু তো আর পাবলিক করা যায়না। আর তৃনার শরীরটাও খুব একটা ভালো ছিল না। ও একটু বেশি ডায়েট বেশিই করে তো। তাই লো প্রেশার হয়ে গিয়েছিল’।

Neel-Trina: স্বামী নীলের সঙ্গে সম্পর্কে চিড়! বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃণা -

তবে, সেটা কোনোভাবে ম্যানেজ দেওয়া গেলেও সেই আগুনে ঘি পড়লো বুধবার। তৃনা শাহরুখ খানের ফ্যান হওয়া সত্ত্বেও অসুস্থতার কারণে ‛পাঠান’ দেখতে যেতে পারেননি। তবে, নীল তার বন্ধুদের নিয়ে সিনেমা দেখে এসেছেন। আর তারপর থেকেই নেটিজেনদের একাংশের মনে উঁকি দিয়েছে তাদের বিচ্ছেদের গুঞ্জন। আর এইসব কথা জানতেই সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে তৃনার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

Neel-Trina: স্বামী নীলের সঙ্গে সম্পর্কে চিড়! বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃণা -

এই বিষয়ে তৃনা জানিয়েছেন যে, ‛আজকাল সবকিছুই বড্ড সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গিয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্নাপচ্যাটের বাইরে কিছুই বুঝছে না লোকজন। সমস্যাটা সেখানেই। এর বাইরে যে একটা জীবন আছে সেটা কেউ মানতে রাজি নয়’। সঙ্গে তৃনা এও বলেন যে, ‛আমাদের সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা যায় না। তাই আমাদের নাকি সম্পর্কও নেই। এমনটাই রটে গিয়েছে’।

Neel-Trina: স্বামী নীলের সঙ্গে সম্পর্কে চিড়! বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃণা -

তবে, এখানেই শেষ নয়। বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী আরও বলেছেন যে, ‛কিছুদিন আগেই দেখলাম যে লোকজন আমাদের ডিভোর্স করিয়ে দিয়েছে। আমরা নাকি একসঙ্গে থাকছি না। এইসব নিয়ে আগে ভাবনাচিন্তা করতাম। এখন আর ভাবি না। সোশ্যাল মিডিয়ায় এসব রাবিশ আলোচনা হতেই থাকবে। এই নিয়ে বেশি ভেবে কোনো লাভ নেই। তবে আমরা ভালো আছি’।