
টেলিপাড়ার অন্যতম হার্টথ্রব জুটি তারা। তাদের একসঙ্গে দেখতে সবসময়ই পছন্দ করেন দর্শকেরা। কাদের কথা বলছি বুঝতে পারছেন কি? হ্যাঁ তারা হলেন নীল ও তৃনা। (Neel-Trina)। তাঁদের প্রেম থেকে বিয়ে কিছুই অজানা নয় দর্শকদের কাছে। রিয়েল লাইফে তাঁরা জুটি বাঁধলেও এখনও অবধি রিল লাইফে তাঁদের জুটি বাঁধতে দেখা যায়নি। তবে, তাদের জুটিকে একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। তবে মাঝে মধ্যেই রিল ভিডিওতে (Video) নজর কাড়েন তাঁরা।
View this post on Instagram
২০২১ সালের শুরুর দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় টলিপাড়ার এই চার্মিং কাপেল। আপাতত তারা কাজ ও সংসার দুই বেশ চুটিয়ে উপভোগ করছেন। তবে, এরমাঝেই দিন কয়েক আগে নীল-তৃনার দাম্পত্য জীবন ভাঙার পথে এই গুজবে ভরে গিয়েছিল নেটপাড়া। আসলে দুজনেই কাজে ব্যস্ত থাকলেও তারই মাঝে তারা একসঙ্গে রিল ভিডিওতে ধরা দেন। কিন্তু কিছুদিন যাবৎ সেসব না দেখতে পাওয়াতেই দর্শকদের মনে কু ডেকেছে।
যদিও নীল-তৃনা বরাবরই জানিয়েছিলেন তাদের মধ্যে সব ‛অল ইজ ওয়েল’। কিছুদিন তাদের একসঙ্গে না দেখা গেলেও আবারও তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। আর যা দেখে স্বস্তি পেয়েছেন ভক্তরা। বর্তমানে দুজনেই একই চ্যানেলের হয়ে ভিন্ন সিরিয়ালে অভিনয় করছেন। নীলকে দেখা যাচ্ছে ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। আর তৃনাকে দেখা যাচ্ছে ‛বালিঝড়’ সিরিয়ালে। যদিও কোনো সিরিয়ালই তেমন একটা ফল করতে পারছে না।
View this post on Instagram
বলতে গেলে দুই মেগারই রিপোর্ট কার্ড খারাপ। তবে, তাদের নিজেদের মধ্যে TRP নিয়ে কতটা আলোচনা হয় সেই বিষয়ে এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, ‛আলোচনা একেবারে হয় না বলবো না। তবে TRP আমার জন্য ওতোটাও ম্যাটার করে না, যতটা নীলের জন্য করে। আমারা দুটো জিনিসকে ভীষণ আলাদাভাবে দেখি। কোনও প্রতিযোগিতা নেই আমাদের মধ্যে, আমরা পরস্পরকে সবসময় অনুপ্রাণিত করি। পরস্পরের কাজের সমালোচনাও করি। কিন্তু কখনও বলি না, তোরটা কম দেখ, আমারটা বেশি। এটা হয় না’।
View this post on Instagram
এছাড়াও নীলের সিরিয়াল দেখা প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন যে, ‛সত্যি বলতে সময় একদমই পাই না। তবে কখনও ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়ায় কোনও ক্লিপিংস এলে তখন দেখি। কিন্তু সেভাবে সময় পাই না। ওরো আমার সিরিয়াল দেখবার সুযোগ হয় না’।