‘কলকাতার রসগোল্লা’, প্রকাশ্যে মঞ্চে নেচে-গেয়ে দর্শকদের মন মাতালেন তৃণা সাহা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Trina Saha : টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তৃণা সাহা (Trina Saha)। নিত্যদিন খবরের শিরোনামে ঘোরাফেরা করে তাঁর নাম। কখনো ব্যক্তিগত জীবন তো কখনো আবার কর্মজীবন। সবকিছু মিলিয়ে মিশিয়ে বরাবরই লাইম-লাইট ছিনিয়ে নেন এই নায়িকা। তবে এবার অবশ্য ঘটেছে অন্য এক ঘটনা। অভিনয় ছেড়ে নিজেকে নতুন ভাবে তৈরি করে নিচ্ছেন নীল ঘরণী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই অবাক হয়ে গেলেন নেটপাড়ার বাসিন্দারা।
বিগত বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে, বর্তমানে হাতে কাজ নেই তৃণা সাহার (Trina Saha)। স্টার জলসার পদায় ‘বালীঝড়’ শেষ হওয়ার পর থেকেই হাত-পা গুটিয়ে বসে আছেন তিনি। একটি ওয়েব সিরিজের কাজ করার কথা থাকলেও বর্তমানে সেখান থেকে বাতিল করা হয়েছে জনপ্রিয় এই নায়িকাকে। আর সে কারণেই কী এবার তবে পেশা বদল করলেন তিনি? এই প্রশ্নই তুলেছেন নেটপাড়ার বাসিন্দারা।
আসলে অভিনয় জগতের পাশাপাশি নেটপাড়াতেও ভীষণ সক্রিয় নায়িকা। মাঝেমধ্যেই ভক্তদের উদ্দেশ্যে একগুচ্ছ ছবি কিংবা ভিডিও তুলে ধরেন তিনি। তবে সম্প্রতি অবশ্য ঘটেনি সেই ঘটনা। বরং সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই নায়িকার অসাধারণ গানের ভিডিও। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন যে অভিনয়ের পাশাপাশি সঙ্গীত জগতেও কিন্তু ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই নায়িকার। মাঝেমধ্যেই মাচা শো করতে গিয়ে ভক্তদের গান গেয়ে শোনান তিনি। এবারেও হলো না তার অন্যথা।
প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত। আর তাদের সকলকেই গান গেয়ে শোনালেন এই নায়িকা। সেই ভিডিও বর্তমানে ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। কমেন্ট বক্স ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তবৃন্দ। প্রিয় অভিনেত্রীকে নয়া অবতারে দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা।