Entertainment

সুপারহিট গানের তালে নীলপাখির সঙ্গে তুমুল নাচ ‘খড়কুটো’র গুনগুনের, মূহুর্তে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় তুমুল নেচে ভাইরাল গুনগুন ও নীল পাখি। সম্প্রতি নিজের ইন্সট্রাগ্রাম (Instagram) হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেছেন তৃনা (Trina Saha) ।

ভিডিওটিতে গুনগুন ওরফে তৃনা আর নীল পাখি ওরফে সৈরিতি (Sairity Banerjee) কে ‘দিল কা টেলিফোন’ গানে জমিয়ে নাচতে দেখা গেল। দুজনের পরনেই রয়েছে সিরিয়ালের ক্যারেক্টার অনুযায়ী পোশাক। আসলে দুজনেই একই চ্যানেল ও এক প্রযোজনা সংস্থায় কাজ করছেন। তবে, ভিন্ন সিরিয়ালে।

একসময় আদি ও ঈশার প্রেম কাহিনীতে মজেছিল দর্শকরা। কোন সিরিয়ালের কথা বলছি বুঝতে পারছেন নিশ্চই? হ্যাঁ ‘ঠিক যেন লাভস্টোরি’ সিরিয়াল। সিরিয়াল(Serial) শেষ হয়ে গিয়েছে বছর পাঁচেক বা তারও কিছু বেশি হলেও নীল ও সৈরিতি র মধ্যে বন্ধুত্বটা থেকেই গেছে। আর সেই সুবাদে একটা সময় তৃনার সঙ্গেও ভালো বন্ধুত্ব হয় সৈরিতির। মাঝে মধ্যেই কখনও নীল-সৈরিতি আবার কখনও তিন জনকেই মজার রিল ভিডিওতে দেখা যায়।

সম্প্রতি কয়েকমাস আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে নীল-তৃনা (Neel- Trina)। আর তার আগেও ২০১৪ সালে বিয়ে সেরেছেন সৈরিতি। গতবছর এক কন্যা সন্তানের মা ও হয়েছেন তিনি। তারপর কিছুদিন এর বিরতি নিয়ে ফের কাজে ফিরেছেন অভিনেত্রী।

তবে, তৃনা- সৈরিতি র এই নাচের ভিডিও (Video) বেশ পছন্দ করেছে দর্শকরা। সম্প্রতি তাঁদের দুজনের এই নাচের ভিডিও ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়।