Advertisement
Entertainment

Trina Saha: ‘সব হেরে গেল রেটিং-এর কাছে’, মাত্র 2 মাসের মধ্যেই বন্ধের মুখে স্টার জলসার ‘বালিঝড়’! মুখ খুললেন তৃণা সাহা

Advertisement
Advertisements

Trina Saha : তাহলে কি হিট জুটির রসায়ন কাজে লাগলো না? নাকি গল্পই দাগ কাটতে ব্যর্থ হল সেই প্রশ্নের উত্তরই হাতরাচ্ছেন নির্মাতারা! কিন্তু কেন তাই ভাবছেন নিশ্চই? আসলে দিনকয়েক যাবৎ সোশ্যাল মিডিয়ায় (Social Media) কানাঘুষো শোনা যাচ্ছে যে, ‛বালিঝড়’ (Balijhor) নাকি শেষ হওয়ার পথে। এমনকি ‛রামপ্রসাদ’ (Ramprasad) -এর আগমনে সেই জল্পনা উঠেছিল তুঙ্গে। যদিও পরে দেখা গিয়েছে যে, ‛বালিঝড়’ বন্ধ করে নয় তাদের টাইমেই সম্প্রচারিত হবে ‛রামপ্রসাদ’।

Trina Saha: 'সব হেরে গেল রেটিং-এর কাছে', মাত্র 2 মাসের মধ্যেই বন্ধের মুখে স্টার জলসার 'বালিঝড়'! মুখ খুললেন তৃণা সাহা

Advertisements

তাহলে ‛বালিঝড়’ কখন দেখা যাবে তাই ভাবছেন নিশ্চই? সেক্ষেত্রে জানা গিয়েছে যে, ‛গুড্ডির’ (Guddi) স্লটে অর্থাৎ বিকেল ৫.৩০ টায় নাকি আসতে চলেছে ‛বালিঝড়’। তবে, এই টাইমে ‛বালিঝড়’ সিরিয়াল চালাতে একেবারেই মত নয় চ্যানেলে কর্তৃপক্ষ। আর সেই কারণেই নাকি মাত্র দু-মাসের মাথায় ইতি টানতে চলেছে স্রোত-ঝোড়া-মহার্ঘ্য (Srot-Jhora-Maharghya) জুটির রসায়ন। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চুপ রয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু তার মাঝেই তৃনার (Trina Saha) স্টোরি (Story) দেখে চমকে উঠেছেন সকলেই।

Advertisements

Trina Saha: 'সব হেরে গেল রেটিং-এর কাছে', মাত্র 2 মাসের মধ্যেই বন্ধের মুখে স্টার জলসার 'বালিঝড়'! মুখ খুললেন তৃণা সাহা

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে পরপর দুটি পোষ্ট শেয়ার করেছেন। যার একটিতে লেখা রয়েছে যে, ‛মন্ত্রীর মেয়ে থেকে ধীরে ধীরে আসল ঝর্ণার জলের মতো হয়ে ওঠা, ঝোড়ার মহার্ঘ্যর প্রতি একটু একটু মুগ্ধ হওয়া মায়ায় পড়া, স্রোতের জন্য ঝোড়ার পিছুটান, মহার্ঘ্য ঝোড়ার রসায়ন জাস্ট তৈরি হওয়া, মহার্ঘ্যর প্রতি কমলিকার কনসার্ন দেখে ঝোড়ার রেগে যাওয়া, ঝোড়া ও শশুরমশাই-এর বন্ডিং, সমুদ্র সেনের অতীতের পর্দাফাঁস, স্রোতের ভবিষ্যৎ জীবন, ঝোড়ার রাজনীতিতে পা, ইত্যাদি ইত্যাদি সব হেরে গেল রেটিং-এর কাছে। ভাগ্য খারাপ না হলে গল্প, অভিনয় কোনো ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম’।

Trina Saha: 'সব হেরে গেল রেটিং-এর কাছে', মাত্র 2 মাসের মধ্যেই বন্ধের মুখে স্টার জলসার 'বালিঝড়'! মুখ খুললেন তৃণা সাহা

আর দ্বিতীয় পোস্টে দেখা যাচ্ছে যে, ‛সেরা জুটি আমাদের ‛তৃষিক’ (Trishik) ছিল আছে আজীবন থাকবে। তোমাদের ছেড়ে থাকবো কিভাবে। তোমাদেরকে আবারও আমরা ফিরিয়ে আনবো। জুটি হিসেবে এটা আমাদের তৃষিক ফ্যানেদের প্রতিজ্ঞা’। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্টার জলসার (Star Jalsha) হাত ধরে পর্দায় এসেছিল এই ধারাবাহিক। কাস্টিংয়েও ছিল চমক। কিন্তু টিআরপি তালিকায় একেবারেই প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক। দু বছরের পুরনো মেগা মিঠাইকে টেক্কা দেওয়া তো দূর ‛মিঠাই’ (Mithai) -এর ধারে কাছেও ঘেঁষতে পারেনি এই সিরিয়াল।

Instagram Story Of Trina Saha

Trina Saha: 'সব হেরে গেল রেটিং-এর কাছে', মাত্র 2 মাসের মধ্যেই বন্ধের মুখে স্টার জলসার 'বালিঝড়'! মুখ খুললেন তৃণা সাহা

তবে, যা জল্পনা উঠেছে এমনকি তৃনার ইনস্টাগ্রাম পোস্ট দেখে অনুমান করা যায় যে, সত্যিই তাহলে বন্ধ হতে চলেছে এই মেগা। যদিও আসল কথা বলবে সময়ই।