‘দুজনের পরিবারই কষ্ট পায়!’, নীলের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী তৃণা

ফের একবার বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তৃনা (Trina Saha)। কিছুদিন ধরেই তার ও নীলের সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলছে নেটমাধ্যমে। সকলের ধারণা বছর দুই পেরোতে না পেরোতেই তাদের সম্পর্ক পড়েছে ভাঙনের মুখে। আর এই ধারণার সূত্রপাত সোশ্যাল মিডিয়ায় নীল-তৃনার একসঙ্গে ছবি পোস্ট না করা। তারপর তৃনার জন্মদিনে নীলের দেখা না মেলাও তাদের সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলেছিল।
তবে, এই বিষয় নিয়ে তারা জানিয়েছিলেন সবসময় সবকিছু বাইরে জানানোর নয়। তারা ভালো আছেন। কিন্তু তারপরেও তাদের বিচ্ছেদ গুঞ্জন কিছুতেই থামছে না। আর তাইতো ভ্যালেন্টাইন্স ডে-র দিন আবারও একবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তৃনা। অভিনেত্রী জানিয়েছেন যে, ‛সোশ্যাল মিডিয়ায় কোনো বিশেষ দিনে পোস্ট না করলেই নানা ধরণের কথা ওঠে আজকাল। আমি সত্যিই এর কারণ জানি না। কই আমাদের মা-বাবারা তো একে অপরকে কবে লাস্ট আইলাভইউ বলেছেন, তাও তারা ভুলতে বসেছেন। তারপরেও একে অপরের সঙ্গে সংসার করছেন। একসঙ্গে ভালো আছে। আর ওরাই তো আমাদের প্রেরণা’।
এমনকি অভিনেত্রী আরও বলেছেন যে, ‛এমন কিছু জিনিস থাকে যা আমরা সবার সামনে আনতে চাই না। আমরা উদযাপন করলাম কি করলাম না, ছবি দিলাম কি দিলাম না, সেটা নিয়ে আমাদের ব্যাক্তিগত জীবনটা বিচার করবেন না প্লিজ। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। কারণ এই খবরে আমাদের কাছের মানুষেরা আঘাত পায়। আমার আর নীলের পরিবার অনেক বড়। আমাদেরও অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। কারও বিষয়ে লেখার আগে একবার ভেবে দেখবেন তাঁরাও মানুষ। আপনার কাছের মানুষের ব্যাপার যদি এরকম বলা হয় আপনার ভালো লাগবে?’।
এদিন সাক্ষাৎকারে নেটিজেনদের উদ্যেশে এমনই পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন ‛বালিঝড়’-র ঝোড়া। এই বিষয়ে নীলও (Neel Bhattacharya) কিন্তু চুপ থাকেনি। ভ্যালেন্টাইন্স ডের দিন নীল তার ও তৃনার একটি ছবি পোস্ট করে লিখেছেন যে, ‛প্রেম দিবস স্পেশাল। এখন ছবি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। নাহলে অনেক কথা হবে’। দুজনেই দুজনের মতো করে বিষয়টি সামলাচ্ছেন। কিন্তু তারপরেও নানান গুঞ্জনে ভরে যাচ্ছে নেটমাধ্যম। বর্তমানে দুজনেই নিজেদের নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। একজনকে দেখা যাচ্ছে ‛বালিঝড়’ ধারাবাহিকে। আর অন্যজনকে ‛বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে।