Trina Saha: টাইট কাঁধ খোলা ড্রেসে তৃণা সাহা দিলেন সেক্সি পোজ! হট অবতার দেখে প্রেমে পাগল ভক্তরা

থাইস্লিট ওয়ানপিসে একেবারে সুপার সেক্সী লুকে ধরা দিলেন অভিনেত্রী তৃনা সাহা (Trina Saha)। মুহূর্তে ভাইরাল ছবি। এই মুহূর্তে তৃনাকে আর পর্দায় দেখা যাচ্ছে না। তবে, একটাসময় ‛খড়কুটো’ (Khorkuto) ধারাবাহিকে গুনগুন (Gungun) চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। সকলের মুখেই প্রশংসা পেয়েছিল তার এই চরিত্র। শেষবার তাকে স্টার জলসারই (Star Jalsha) পর্দায় ‛বালিঝড়’ (Balijhor) ধারাবাহিকে ‛ঝোড়া’ (Jhora) নামের একটি চরিত্রে দেখা গিয়েছিল।
View this post on Instagram
যদিও টিআরপি তালিকায় জায়গা করতে না পারায় অল্প কিছুদিনের মধ্যেই পর্দা থেকে বিদায় নিতে হয়েছে ধারাবাহিককে। এর আগেও স্টার জলসারই (Star Jalsha) আরও দুটি ধারাবাহিক ‘খোকাবাবু’ এবং ‘কলের বউ’ তে তাঁর অভিনয় নজর কেড়েছিল সবার। টেলি পাড়ার একজন চার্মিং নায়িকা হিসেবেই তিনি পরিচিত সকলের কাছে। একটা সময় মোটা মাইনের চাকরি ছেড়ে তিনি এসেছিলেন এই অভিনয় ইন্ডাস্ট্রিতে।
তার পরিবারের কেউই চায়নি সে অভিনয় করুক। কিন্তু তার জেদ, প্রচেষ্টা তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। তিনি আজ অগণিত মানুষের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। নিজের কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) ব্যাপক এক্টিভ তৃনা (Trina Saha)। প্রায়সময়ই তার নিত্য নতুন আপডেটে ভরে থাকে প্রোফাইল। তবে, এবার তাকে একেবারে হট লুকে দেখা গিয়েছে। আর যা দেখে রীতিমতো ঘুম উড়েছে অভিনেত্রীর পুরুষ ভক্তদের।
View this post on Instagram
তৃনার পরণে রয়েছে সিলভার রঙের থাইস্লিট ওয়ানপিস। টেনে বাঁধা চুলের সামনের দিকটা খানিকটা এলোমেলো। কানে মুক্তোর কানের দুল। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বক্ষভাঁজ। যদিও খুব একটা মেকআপ করতে দেখা যায়নি তাকে। ন্যুড লিপস্টিক ও হালকা মেকআপে একেবারে স্ট্যানিং লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তৃনা নিজেই তার ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ছবি দুটি শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশনে লিখেছেন যে, ‛টু গ্ল্যাম টু গিভ এ ড্যাম’।
View this post on Instagram
অভিনেত্রীর এই ছবি ভাইরাল হতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛দারুন’। আবার কেউ লিখেছেন ‛কিছু বলার ভাষা নেই’। কেউ আবার হার্ট ও আগুনের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) তৃনার (Trina Saha) এই নয়া ফটোশ্যুট।