কান্নাকাটি নয়, হাসিমুখে কেক কেটে ‘বালিঝড়’কে বিদায় জানালেন তৃণা-কৌশিক-ইন্দ্রাশিষ, দেখুন ভিডিও

চোখের জলে নয় বরং আনন্দের সঙ্গে শেষ হল ‛বালিঝড়’-এর (Balijhor) সফর। শেষ হল সিরিয়াল-এর শ্যুটিং। বেশ কিছুদিন ধরেই ‛বালিঝড়’ বন্ধ নিয়ে দর্শকদের মধ্যে একটা কানাঘুষো শোনা যাচ্ছিল। আর সেই জল্পনাই অবশেষে সত্যি হয়েছে। গতকাল অর্থাৎ রবিবারই হয়ে গিয়েছে শেষ শ্যুটিং। লীনা গঙ্গোপাধ্যায় (Leena Ganguly) পরিচালিত এই ধারাবাহিকের মধ্যে দিয়ে তৃনা (Trina Saha) ও কৌশিক (Koushik Roy) জুটি আবারও একবার পর্দায় ফিরে এসেছিল। এমনকি তাদের পছন্দও করেছিল দর্শকেরা।
View this post on Instagram
কিন্তু অবশেষে টিআরপির (TRP) কাছে তাদের হেরে যেতে হয়েছে। কিন্তু তাতে একেবারেই মনখারাপ করেনি সিরিয়ালের কলাকুশলীরা। বরং কেক কেটে আনন্দ করেই তারা শেষ করেছেন দিনটা। যার ভিডিও ঝোড়া ওরফে তৃনা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন। ওই ভিডিওতে (Video) ঝোড়া, স্রোত ও মহার্ঘ্য তিন জনকেই একই রঙের পোশাক দেখা যাচ্ছে। তৃনাকে (Trina Saha) দেখা যাচ্ছে কেক কেটে সকলকে খাইয়ে দিতে।
View this post on Instagram
শুধু তাই নয় স্রোত, ঝোড়া ও মহার্ঘ্যর মধ্যে দুস্টুমিষ্টি খুনসুটিও দেখা যায়। ভিডিও (Video) শেয়ার করে তৃনা (Trina Saha) ক্যাপশনে লিখেছেন যে, ‛এই যাত্রা সত্যিই ছোট ছিল। কিন্তু এটার মূল্য অনেক ছিল। এটার অনেক প্রয়োজনও ছিল। এত অল্প সময়ের মধ্যে ‛তৃষিক’কে অনেক ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের নিরন্তন সমর্থন থাকার জন্য আপনাদের ধন্যবাদ। বালিঝড় বিদায় নিচ্ছে’।
মাত্র ২ মাস আগে টিভির পর্দায় এসেছিল এই সিরিয়াল। স্রোত-ঝোড়া-মহার্ঘ্য জুটি দর্শকেরা পছন্দ করলেও টিআরপি তালিকায় কোনোভাবেই জায়গা করতে পারেনি সিরিয়াল। তার জায়গায় দেখা যাবে সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) নতুন ধারাবাহিক ‛রামপ্রসাদ’ (Ramprosad)।