Entertainment

Neel-Trina: নীলের সাথে এই ছবি দিয়ে বার্থডে উইশ করলেন তৃণা, শুভেচ্ছার বন্যা নেটমহলে

সুইমিং পুলের জলে দুস্টু-মিষ্টি লুকে একে অপরের দিকে তাকিয়ে দুজন। বরের জন্মদিনে এমনই ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন তৃনা। বাংলা টেলিভিশন (Television) জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেতা হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। আর ওদিকে তৃনাও (Trina Saha) বেশ জনপ্রিয় একজন অভিনেত্রী হিসেবে পরিচিত। টেলিপাড়ার অন্যতম হার্টথ্রব জুটি তারা। তাদের একসঙ্গে দেখতে সবসময়ই পছন্দ করেন দর্শকেরা।

দুজনের প্রেম থেকে বিয়ে কিছুই অজানা নেই দর্শকদের কাছে। রিয়েল লাইফে তাঁরা জুটি বাঁধলেও এখনও অবধি রিল লাইফে তাঁদের জুটি বাঁধতে দেখা যায়নি। তবে, তাদের জুটিকে একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। বরং মাঝে মধ্যেই রিল ভিডিওতে (Video) নজর কাড়েন তাঁরা। ২০২১ সালের শুরুর দিকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় টলিপাড়ার এই চার্মিং কাপেল। আপাতত তারা কাজ ও সংসার দুই বেশ চুটিয়ে উপভোগ করছেন।

তবে, এরমাঝেই দিন কয়েক আগে নীল-তৃনার (Neel-Trina) দাম্পত্য জীবন ভাঙার পথে এই গুজবে ভরে গিয়েছিল নেটপাড়া। আসলে দুজনেই কাজে ব্যস্ত থাকলেও তারই মাঝে তারা একসঙ্গে রিল ভিডিওতে ধরা দেন। কিন্তু কিছুদিন যাবৎ সেসব না দেখতে পাওয়াতেই দর্শকদের মনে কু ডেকেছিল। যদিও নীল-তৃনা বরাবরই জানিয়েছিলেন তাদের মধ্যে সব ‛অল ইজ ওয়েল’। কিছুদিন তাদের একসঙ্গে না দেখা গেলেও আবারও বেশকিছু দিন ধরে তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। আর যা দেখে স্বস্তি পেয়েছেন ভক্তরা।

আর এবার বরের জন্মদিনে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। তৃনার (Trina Saha) শেয়ার করা ছবিতে তাদের দুজনকে সুইমিং পুলের জলে একে অপরের দিকে হাসিমুখে তাকিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। তৃনার পরণে রয়েছে গোলাপী রঙের টপ ওদিকে নীলকে খালি গায়েই দেখা গিয়েছে। দেখতে দেখতে ৩৩ বছরে পা রাখলেন অভিনেতা।

ছবি শেয়ার করে তৃনা (Trina Saha) ক্যাপশনে লিখেছেন ‛শুভ জন্মদিন’। সঙ্গে একটি হার্টের ইমোজিও দিয়েছেন। এই পোস্টের কমেন্ট বক্সে নীল লিখেছেন ‛তুমি আমার দিনটা আরও বেশি স্পেশাল করে তুলেছ’। এমনকি কয়েকটি আগুনের ইমোজিও দিয়েছেন। এছাড়াও বহু অনুরাগীরা নীলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) ওই ছবি।