×
EntertainmentViral Video

মাথাভর্তি সিঁদুর, ননদের সাথে কোমর দুলিয়ে ঝড় তুললেন নীলের হবু বউ তৃনা, ভাইরাল ভিডিও

সক্কাল সক্কাল যদি নাচ দিয়ে শুরু করা যায় তাহলে কেমন হয় বলুন তো? শুনে নিশ্চয় অবাক লাগছে! সাত সকালে গানের রেওয়াজ করাটা স্বাভাবিক তবে নাচ শুনতেই কেমন অদ্ভুত লাগছে তাই তো। অবাক লাগলেও ঠিক এই কাজই করলেন আমাদের সবার দুরন্ত গুনগুন। এই মুহূর্তে যে হয়ে উঠেছে শ্বশুরবাড়ির লোকজন এবং দর্শকদের চোখের মণি।

এই দুষ্টু মেয়ের দুষ্টুমি ভালোবাসেনা এমন খড়কুটো সিরিয়ালের এমন দর্শক নেই বললেই চলে। খড়কুটো সিরিয়ালের দুষ্টু মিষ্টি নায়িকা গুনগুন অর্থাৎ বাস্তবের তৃণা সাহা একে একে জয় করে নিয়েছে সবার মন। সাত সকালেই নিজে নাচলেন তো বটেই সাথে তার শান্ত স্বভাবের ননদ যার মুখ থেকে আওয়াজ বেরোয় না তাকেও নাচিয়ে ছাড়লেন।

ADVERTISEMENT

এইবার খুলেই বলা যাক, আজ সকালে নায়িকা একটি নাচের ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে। সেই ভিডিওতে এক জনপ্রিয় হিন্দি মুভির ধাটিং নাচ গানের তালে কোমর দুলিয়ে ছেন তৃণা সাহা এবং সাথে খড়কুটো সিরিয়ালে তার ননদের চরিত্রে অভিনয় করা সোনাল মিশ্র।

বর্তমানে তৃণা সাহা ছোট পর্দার খুবই জনপ্রিয় একটি মুখ ও নাম। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এবং ফ্যান ফলোয়িং রয়েছে এই নায়িকার। সিরিয়াল, সিনেমাতে অভিনয় করার পাশাপাশি তৃণা সাহা মডেলিংও করে থাকেন। তার মডেলিং এর সব ছবি প্রায়শই আপলোড করতে দেখা যায় নায়িকাকে সোশ্যাল মিডিয়ায়। দিন দিন তাঁর জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। তাঁর প্রতিটি ছবি এবং শর্ট ভিডিও প্রচুর পরিমাণে ভিউ হয় সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles