×
Entertainment

‘বালিঝড়’-এর আগমনে বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ ভক্তদের

ত্রিকোণ প্রেমের কাহিনীকে তুরুপের তাস করে মিঠাইকে টেক্কা দিতে জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‛বালিঝড়’ (Balijhor)। কিন্তু কোন স্লটে আসছে সেই নিয়ে দর্শকদের মধ্যে চাপানউতোর কম ছিলনা। অনেকেই ভেবেছিলেন যে, ‛গাঁটছড়া’-কে সরিয়ে জায়গা করে নেবে বালিঝড়। তবে, তেমনটা হলনা। সবাইকে চমকে দিয়ে সন্ধ্যে ৬ টার স্লটে অর্থাৎ নবাব নন্দিনীর জায়গায় আসছে এই ধারাবাহিক।

‘বালিঝড়’-এর আগমনে বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ ভক্তদের -

তাহলে এবার প্রশ্ন হল বালিঝড়-য়ের আগমনে সত্যি সত্যি কি চ্যানেল থেকে বিদায় নিচ্ছে ‛নবাব নন্দিনী’ (Nabab Nandini)? যদিও এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ এখনও কিছুই জানায়নি। গত বছরের আগস্ট মাসে স্টার জলসার পর্দায় এসেছিল রিজওয়ান ও ইন্দ্রানী জুটির এই ধারাবাহিক। কিন্তু শুরু থেকেই তেমন একটা ছাপ ফেলতে পারেনি এই ধারাবাহিক। আর তাই টিআরপি তালিকায়ও তেমন একটা দেখা মেলেনি।

‘বালিঝড়’-এর আগমনে বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ ভক্তদের -

আর সেক্ষেত্রে ৬ মাসের মধ্যে যদি এই মেগা পর্দা থেকে বিদায় নেয় তাহলে আশ্চর্যের কিছু হবে না। কেননা এখন সিরিয়ালকে টিভির পর্দায় টিকিয়ে রাখার জন্য টিআরপিই শেষ কথা বলে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে মিঠাইকে (Mithai) টেক্কা দিতে প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসার পর্দায় দেখা মিলবে ‛বালিঝড়’ ধারাবাহিকের। যদিও মিঠাই যে এত সহজে নিজের জমি ছেড়ে দেবে না তা বলাই যায়।

‘বালিঝড়’-এর আগমনে বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ ভক্তদের -

ধারাবাহিকের প্রোমো অনুযায়ী দেখা যাচ্ছে যে, জোড়া অর্থাৎ তৃনার বাবা একজন রাজনৈতিক নেতা। ওদিকে স্রোত (ইন্দ্রাশিষ) ও জোড়া একে অপরের ভালোবাসে। কিন্তু জোড়ার বাবা চায় মহার্ঘ্য অর্থাৎ কৌশিকের (Koushik Roy) সঙ্গে তার বিয়ে দিতে। কেননা, মহার্ঘ্য জোড়ার বাবার বিশ্বস্ত একজন। কিন্তু জোড়া এতে রাজি না। ওদিকে যেহেতু জোড়ার বাবা রাজনৈতিক নেতা তাই তিনি আকাশের চাঁদের সমান স্রোতের কাছে।

‘বালিঝড়’-এর আগমনে বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক, মন খারাপ ভক্তদের -

সেইজন্য জোড়াকে স্রোত দূর থেকে ভালোবাসবে। ওদিকে জোড়া স্রোতের কাছে যেতে গেলে মহার্ঘ্য তাকে বাধা দেয়। বহুদিন পর আবারও পর্দায় ফিরেছে সৌগুন-তৃনা জুটি। কিন্তু তাদের সম্পর্কের সমীকরণটা পুরোটাই আলাদা। এবার শুধু দেখার পালা পর্দায় আসার পর এই ধারাবাহিক কতটা মনজয় করতে পারে ভক্তদের।