Entertainment

যৌন দৃশ্যে ভরপুর Ullu-র সবথেকে সাহসী ৫ টি ওয়েব সিরিজ, ভুলেও পরিবারের সামনে দেখবেন না

Advertisement
Advertisements

বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্মে সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট কিংবা ঘাম ঝরানো তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই একটি অ্যাপ হলো উল্লু (Ullu)। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। চলুন আজ তেমনই সবথেকে ঘাম ঝরানো পাঁচটি ওয়েব সিরিজ নিয়ে আলোচনা করা যাক।

১) Namak: স্বপ্না, একটি ছোট শহরে বসবাসকারী একটি সুন্দরী মহিলা। তার স্বামী তার দিকে ফিরেও তাকায় না। বরং তার ফিগারের দিকে তাকায় সম্পূর্ণ পাড়ার লোক। তবে স্বপ্নার স্বামীর যে বস তার চোখ আটকে যায়। সে তার স্বামীর থেকেই স্বপ্নাকে ভোগ করতে চায়। তার পদোন্নতির জন্য সে নিজের স্ত্রীকে লেলিয়ে দিয়েছে। শেষে স্বপ্নাকে তার স্বামীর বসের সাথে সম্পর্ক তৈরী করতে হয়। কিন্তু সেই মুহূর্ত আবার এক ব্যক্তি ভিডিও করে স্বপ্নার কাছে নিয়ে আসে। কি হবে এবার। মুসকান আগারওয়াল কার্যত তার অভিনয়ের মধ্যে দিয়ে কাবু করে ফেলেছেন।

২) Palang Tod: Double Dhamaka :

দুই বোনের গল্প দেখানো হয়েছে। যেখানে ছোট বোন তার বড়ো বোনের বাড়িতে ঘুরতে যায়। দেওরের সাথে শুরু হয় ঘনিষ্টতা। একসময় সব জানা জানি হয়ে যায়। কিন্তু তারপরে শুরু হয় এক অন্য রহস্য। বড়ো দিদি ও তার দেওরের প্রতি আকৃষ্ট হয়ে যায়। শুরু হয় সম্পর্ক। এর পরের গল্প দেখার জন্য অবশ্যই এই সিরিজটি আপনাকে দেখতে হবে।

৩) Doraha:

দোরাহা সিরিজে দুটি জুটির গল্প তুলে দেখানো হয়েছে। দুটি জুটি নিজেদের মধ্যে আলাদা আলাদা ভালোবাসে। তবে তারা সকলে একই বাড়িতে বাস করেন। কিন্তু শেখর ন্সমের একজন যখন তার স্ত্রীকে ছেড়ে চলে যায় তখন সমস্যা শুরু হয়। পরে তার ভাই কার্যত তার স্ত্রী ও বৌদির সাথে সম্পর্ক তৈরী করে।

৪) Lady Finger:

এক জুটির গল্প দেখানো হয়েছে। যেখানে স্বামী-স্ত্রী মধ্যে কোনো সম্পর্ক নেই। স্ত্রী মনে করে স্বামীর অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক আছে। সত্যি জানার জন্য স্ত্রী তার এক বন্ধুকে কাজে লাগায়। তার স্বামী কি সত্যি ধরা পড়বে? তা জানতে পারবেন লেডি ফিঙ্গার সিরিজের মধ্যে দিয়ে।

৫) Shahad :

উল্লুর বিখ্যাত সিরিজ শেহেদ। দেওর ও বৌদির অবৈধ প্রেম দেখানো হয়েছে। যেখানে তারা এক বাড়িতেই থাকে। তবে দেওরের সাথে হঠাৎ ঘনিষ্টতা শুরু হয়। শুধু তাই নয় একসময় তাদের দুজনের শারীরিক সম্পর্ক হয়। কিন্তু কিহবে এর পরে? তা জানতে হলে আপনাকে দেখতে হবে শাহাদ ওয়েব সিরিজ।