
বাংলা ইন্ডাস্ট্রির একজন হার্টথ্রব তথা ভার্সেটাইল অভিনেতা হলেন দেব (Dev)। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে তিনি ১৭ বছর পার করে ফেলেছেন। প্রথমদিকে একেরপর এক বাণিজ্যিক ছবিতে ঝড় তুলেছিলেন। আর এই ছবির গান গুলো আজও নস্ট্যালজিয়া। এতবছর পরে এসেও এই ছবির গান নিয়ে আজও চর্চা চলে। চলুন তবে দেখে নেওয়া যাক সেই গানগুলি।
১.প্রেমের কাহিনী (Premer Kahini)
দেব-কোয়েল (Dev-Koel) অভিনীত এই সিনেমার সবকটি গানই পছন্দ সকলের। তারমধ্যে জিৎ গাঙ্গুলির লেখা ও শান-এর গাওয়া ‛রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে’ গানটি আলাদা মাত্রায় জনপ্রিয়তা পেয়েছে। ২০০৮ সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল।
২.মন মানে না (Mon Mane Na)
জুবিন গর্গ ও জুন বন্দ্যোপাধ্যায়-এর গাওয়া ‛মন মানে না‘ সিনেমার ‛মন মানে না‘ টাইটেল ট্র্যাকটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। পাশাপাশি দেব-কোয়েলের কেমিস্ট্রি আলাদাই উন্মাদনা তৈরি করেছিল ভক্তমহলে।
৩.বলো না তুমি আমার (Bolo Na Tumi Amar)
২০০৯ সালে মুক্তি পাওয়া ‛বলো না তুমি আমার‘ সিনেমার হাত ধরে এক ডাক্তারি পড়া ছাত্রী ও একজন পিৎজা ডেলিভারি বয়ের প্রেম কাহিনী উঠে এসেছিল পর্দায়। আর এই সিনেমারই টাইটেল ট্র্যাক ‛বলো না তুমি আমার‘ গানটি রীতিমতো ঝড় তুলেছিল।
৪.চ্যালেঞ্জ (Challenge)
দেবের কেরিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায় এই ছবি। আর এই সিনেমার হাত ধরে পর্দায় উঠে এসেছিল নতুন একটি জুটি। আর তা হল দেব-শুভশ্রী (Dev-Subhashree)। সেই সময়ের বিগ বাজেটের ছবি বলা যায় এটিকে। আর এই সিনেমার ‛ভজ গোবিন্দ‘ গানটি আজও তুমুল জনপ্রিয় দর্শকদের মাঝে।
৫.দুই পৃথিবী (Dui Prithibi)
এই ছবিতে প্রথমবারের জন্য দেব ও জিৎ একসাথে কাজ করেছিলেন। দেব ভক্তদের জন্য এই সিনেমাটা খানিকটা বেদনাদায়ক। কেননা এই সিনেমার শেষে মারা যাবে দেব। তবে, বরখার সঙ্গে দেবের ‛প্যারেলাল রে‘ নাচের কেমিস্ট্রি ছিল একেবারে হিট লিস্টে।
দেবের সিনেমার এই গানগুলো আজও বাজলে ফিরে যেতে মনচায় ছেলেবেলায়।