×
Entertainment

TRP List: কদিনেই দুর্দান্ত রেজাল্ট নিম ফুলের মধুর, কত নম্বরে গাঁটছড়া ও বাংলা মিডিয়াম, রইলো তালিকা

ইতিমধ্যেই নতুন বছর পড়ে গিয়েছে। আর নতুন বছর মানেই চমক থাকে টিআরপি তালিকায়। কে এগিয়ে গেল আর কেইবা পিছিয়ে পড়লো সেই তালিকায় নজর থাকে সবারই। তবে, এবারে টিআরপি তালিকায় বড়সড় চমক দেখিয়েছে অনুরাগের ছোঁয়া। ৮.৯ রেটিং নিয়ে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‛জগদ্ধাত্রী’। তার টিআরপি রেটিং -৮.৫।

তবে, এক্ষেত্রে প্রশংসা করতেই হয় টিম মিঠাইয়ের। সম্প্রতি দুবছরে পা রাখলো এই ধারাবাহিক। কিন্তু তারপরেও মিঠাই ম্যাজিক কিন্তু অব্যাহত। একটা সময় টিআরপি তালিকায় ভালো ফল না করার কারণে প্রাইম টাইমের বদলে সন্ধ্যের স্লটে দেওয়া হয়েছে এই ধারাবাহিককে। কিন্তু তারপরেও মিঠাইকে নিয়ে দর্শকদের একইরকমের উন্মাদনা চলছে। চলুন তবে দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।

১.অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)-৮.৯
২.জগদ্ধাত্রী (Jagadhatri)-৮.৫
৩.গৌরী এলো (Gouri Elo)-৮.১
৪.খেলনা বাড়ি (Khelna Bari)-৭.৯
৫.পঞ্চমী (Panchami), বাংলা মিডিয়ায় (Bangla Medium)-৭.৭
৬.নিম ফুলের মধু (Neem Phuler Madhu)-৭.৪
৭.গাঁটছড়া (Gantchhora), আলতা ফড়িং (Alta Foring)-৭.১
৮.মিঠাই (Mithai)-৭.০
৯.রাঙা বউ (Ranga Bou)-৬.১
১০.সাহেবের চিঠি (Saheber Chithi), এক্কা দোক্কা (Ekka Dokka), হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)-৫.৯

এছাড়াও জি বাংলার পর্দায় নতুন শুরু হয়েছে ‛মন দিতে চাই’। এমনকি আগামী দিনে পর্দায় আসতে চলেছে ‛বালিঝড়’। যদিও এই ধারাবাহিক দেখানোর টাইম এখনও ঘোষনা করা হয়নি।