Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Entertainment

TRP List: বড়সড় চমক টিআরপি তালিকায়, কত নম্বরে জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া? জেনে নিন ক্লিক করে

বৃহস্পতিবার আসলেই টিআরপি (TRP) তালিকার দিকে তাকিয়ে থাকেন সকলেই। কে এগোলো আর কেই বা পিছলো সেই দিকে নজর থাকে সবার। আর এ সপ্তাহেও বেঙ্গল টপার ‛অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। ৭.৫ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে ‛জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের রেটিং ৭.০।

ওদিকে ৬.৮ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ‛গৌরী এলো’। সৃজন-পর্নার ‛নিম ফুলের মধু’ রয়েছে চতুর্থ স্থানে। এই ধারাবাহিকের রেটিং ৬.৪।

চলুন তবে জেনে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা:

১.অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)-৭.৫

২.জগদ্ধাত্রী (Jagaddhatri)-৭.০

৩.গৌরী এলো (Gouri Elo)-৬.৮

৪.নিম ফুলের মধু (Neem Fuler Elo)-৬.৪

৫.রাঙা বউ (Ranga Bou), বাংলা মিডিয়াম (Bangla Medium)-৫.৫

৬.পঞ্চমী (Panchami)-৫.৪

৭.এক্কা দোক্কা (Ekka Dokka)-৫.৩

৮.মেয়েবেলা (Meyebela), হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)-৪.৭

৯.খেলনা বাড়ি (Khelna Bari)-৪.৪

১০.কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Kamala O Sreeman Prithwiraj)-৪.৩

তবে, অন্যদিকে মিঠাইয়ের নম্বর ধীরে ধীরে তলানিতে গিয়ে ঠেকছে। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের রেটিং ২.৪। উল্টোদিকে রামপ্রসাদের প্রাপ্ত নম্বর ৩.২। শোনা যাচ্ছে জুন মাসে শেষ হতে চলেছে ‛মিঠাই’ (Mithai)।