×
Entertainment

Monami Ghosh: ‘বাংলার উর্ফি জাভেদ’, পাটের তৈরি শাড়ি পরে নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী মনামী

Monami Ghosh Troll: বাংলা ইন্ডাস্ট্রির বর্তমানে সবথেকে হট ও সুন্দর নায়িকা কে? এই প্রশ্ন যে কোনো ব্যক্তিকে করা হলে উত্তর পাওয়ার জন্য খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হবে না। কারণ শ্রাবন্তী, নুসরত, পায়েল নয় বরং সে উত্তর হবে মনামী ঘোষ (Monami Ghosh)। মারকাটারি ফিগার থেকে বেলাশেষের মতো সিনেমায় অভিনয় বর্তমানে সব কিছুতেই আছেন মনামী। আবার উষ্ণতায় পূর্ণ ওয়েব সিরিজ থেকে রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে শুধুই মনামী ঘোষ রাজ করছেন। তবে এই রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ জন্যই এমন ট্রোলের শিকার হবেন নায়িকা তা ভাবাও যায়নি।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

নতুন সিজনের টেলিকাস্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর তার শুটিংয়ের খুঁটিনাটি মুহুর্ত নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন মনামী। প্রথম দিনের শুটিংয়েই তাকে দেখা গিয়েছিল পাটের তৈরী শাড়ি ও স্লীভলেস ব্লাউজে। হ্যাঁ কলকাতায় এই অসহ্য গরমে চট দিয়ে তৈরী শাড়ি পরার কারণেই তাকে প্রথমে ট্রোল করেন একাংশ। তবে তার সাজ ছিল অন্যরকম ও দুর্দান্ত। শাড়িতে ছিল হলুদ পাড় বসানো। মনামী গলায় পরেছেন অক্সিডাইজড চোকার, দুই হাতে বড়ো বালা ও আঙুলে আংটি। শাড়ির আঁচলটা কেমন অনেকগুলি দড়ির মতো করা। অক্সিডাইজড ব্রোচ দিয়ে পিন করা হয়েছে শাড়ি সাথেই কপালে লাল টিপ ও লাল লিপস্টিক পরেছেন নায়িকা।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

আর এই লুকের কারণেই কার্যত ‘বাংলার উরফি জাভেদ’ আখ্যা পেলেন বঙ্গ নায়িকা। কারণ উরফি দিন কয়েক আগে পাট দিয়ে তৈরী পোশাকে ঢেকেছিলেন নিজের শরীর। সেই কারণেই নেটিজেনদের একাংশ মনামীকে উরফি জাভেদের সাথে তুলনা করেছেন। কিন্তু অন্যদিকে নায়িকা তার ক্যাপশনের মাধ্যমে বাংলার পাট শিল্প কতটা সুন্দর তা বুঝিয়েছেন। তবে ভালোর থেকে যে খারাপ হয়েছে বেশি তা ফটোর কমেন্ট বক্স দেখলেই স্পষ্ট। তবুও তর্কে-বিতর্কে মনামী ঘোষ এখন ছেয়ে আছে সর্বত্র।