বিয়ে ভাঙা নিয়ে জোর জল্পনা, এর মাঝে মায়ের হাতের মালিশ উপভোগ করছে শ্রাবন্তী
সন্তান যতই বড় হোক না কেন মায়ের কাছে সে সবসময় ছোট। আর সারাদিনের কাজের পর মায়ের হাতের আদর পেতে কার না ভালো লাগে বলুন তো?সারাদিনের কাজের পর মাথাব্যাথা হলে মায়ের হাতে তেল মালিশ সেরা উপায় বলে মনে করছে টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
একদিকে যখন তাঁর বাক্তিগত জীবনের চরাই উতরাই নিয়ে শোরগোল তুঙ্গে, ঠিক সেই সময়ই মায়ের সঙ্গে খোশ মেজাজে সময় কাটাতে দেখা গেল তাঁকে। আর সেই ভিডিওই নিজের ইন্সট্রাগ্রাম স্টোরিতে শেয়ার করেছে অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, একটি অন্ধকার ঘরের ভিতর শ্রাবন্তীর মাথায় তেল মালিশ করে দিচ্ছে তাঁর মা।
এমনিতেই বাড়ির ছোট মেয়ে বলে বরাবরই শ্রাবন্তীর ভাগে আদর বেশি। তবে, এখন এত ব্যাস্ততার মাঝেও মায়ের হাতের আদর পাওয়া এ যেন সব সন্তানের কাছেই এক পরম তৃপ্তি।
— Priyanka (@priyaadeez) November 13, 2020
টলিউডের ব্যাস্ততম নায়িকাদের মধ্যে তিনি হলেন একজন। সদ্যই তাঁর খোলা জিম দ্য ফিটনেস এম্পায়ার’ উদ্বোধন হয়েছে। পাশাপাশি স্টার জলসার জনপ্রিয় গেম শো সুপারস্টার পরিবারেও তাঁকে সঞ্চালিকা হিসেবে দেখা যায়। এছাড়াও হইচই ওয়েব সিরিজ এর শুটিংও শুরু করেছে নায়িকা। তাই এত ব্যাস্ততার মাঝে মায়ের হাতে তেল মালিশ করে মাইন্ড রিফ্রেশ করে নিলেন শ্রাবন্তী।