×
Entertainment

Srabanti: বয়স যেন দিন দিন কমছে! সৌন্দর্যে ১৮ বছরের যুবতীকে হার মানাবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

থাইল্যান্ড ট্রিপের স্মৃতিচারণ করে ছবিগুলি শেয়ার করেছেন অভিনেত্রী।

ওয়েস্টার্ন পোশাকে উষ্ণতার পারদ চড়ালেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti Chatterjee)। বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় তথা চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী। রিল হোক বা রিয়েল তাঁকে নিয়ে মানুষজনের কৌতূহলের শেষ নেই। ছোট থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত। যতদিন গড়িয়েছে ততই পাকাপোক্ত হয়ে উঠেছে তাঁর অভিনয় দক্ষতা। যার কারণে জনপ্রিয়তাও বেড়েছে হুড়হুড়িয়ে।

 

View this post on Instagram

 

A post shared by srabanti (@srabanti_loverss)

এই বয়সেও শ্রাবন্তী তার গ্ল্যামার দিয়ে মাত দেন হাজার এক তরুণীরদের। দীর্ঘ দু-দশক হয়ে গেল তিনি ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করে চলেছেন। কিন্তু তারপরেও তার জনপ্রিয়তা বা সৌন্দর্য্যে ভাটা পড়েনি এতটুকুও। বরং এখনও তার প্রেমে পাগল হাজার একটা পুরুষ। তার বাঁকা চাউনিতে একেবারে ক্লিন বোল্ড সকলেই। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

মাঝেমধ্যেই ছবি ও রিল ভিডিওতে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি শ্রাবন্তী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন কয়েকটি ছবি। যেখানে অভিনেত্রী তার থাইল্যান্ড টুরের কিছু ছবি তুলে ধরেছেন। কখনও তার পরণে রয়েছে নীল রঙের ভি নেক ওয়েস্টার্ন ড্রেস। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট ক্লিভেজ। আবার কখনও পরণে রয়েছে সাদা-কালো স্টাইপ দেওয়া ওয়েস্টার্ন পোশাক। চোখে সানগ্লাস।

 

View this post on Instagram

 

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

কখনও খোলা চুলে আবার কখনও বাধা চুলে নজর কেড়েছে নেটিজেনদের। একেক সময় একেক রকম ভঙ্গিতে ধরা দিয়েছেন শ্রাবন্তী। ছবি শেয়ার করতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। কেউ লিখেছেন যে, ‛স্ট্যানিং’। আবার লিখেছেন ‛ওয়াও’। সম্প্রতি শ্রাবন্তীর (Srabanti Chatterjee) এই ছবিগুলো ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।