×
EntertainmentTrending

শ্রাবন্তীর থেকে কুকুর বেশি বিশ্বস্ত! রোশনের ইনস্টাগ্রাম পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া

টলিউডের অন্যতম সুন্দরী ও ব্যস্ততম নায়িকাদের তালিকায় প্রথমদিকেই রয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর নাম। নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বারবারই তিনি খবরের শিরোনামে এসেছেন বা আসছেন। আর এই নিয়ে তিনবার ভাঙতে চলেছে তার সংসার। আর সেই কারণে সম্প্রতি সকাল থেকে সন্ধ্যে তিনি রয়েছেন পেজ থ্রি এর পাতায়।

আপাতত অভিনেত্রীর তৃতীয় বিবাহ বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।বছর ঘুরতে না ঘুরতে রোশন ও শ্রাবন্তীর সংসারে নেমে এসেছে বিচ্ছেদের কালো ছায়া। তবে, এই নিয়ে শ্রাবন্তী এখানও কোন মুখ খোলেনি। কিন্তু, রোশন নাকি দাম্পত্যের শীতলতা নিয়ে মুখ খুলেছেন। আর টলিপাড়ায় কান রাখলে সে গুঞ্জনই শোনা যাচ্ছে।

ADVERTISEMENT

ইতিমধ্যেই রোশন তার ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। আর সেই ছবিতেই সে কাকে বেশি বিশ্বাস করেন তার ইঙ্গিত ও মিলেছে। তবে, এবার আসা যাক আসল ঘটনায়। তার ওই ছবিতে দেখা যাচ্ছে যে, রোশন একটি কুকুর ছানাকে হাতের মুঠোয় নিয়ে হা করে দাঁড়ানোর ভঙ্গিমায় ছবি তুলেছেন। আর সেই ছবিটি পোস্ট করেই তিনি ক্যাপশনে লিখেছেন ‘Faithful’ যার আক্ষরিক অর্থ বিশ্বস্ত

তবে, কেন একথা লিখেছেন রোশন সে প্রশ্নই ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে। আর তার মধ্যেই রোশন করে বসলেন আরও একটি পোস্ট। যা দেখে রীতিমতো চক্ষু চড়ক গাছ সবার। সবাই ভাবছেন রোশন এর পোস্ট কাকে ঘিরে। এবার আসা যাক আসল কথায়। তিনি এবারে নিজের কোনো ছবি শেয়ার করলেন না একটি কার্টুন শেয়ার করলেন । যেখানে এক প্রেমিক হাঁটু গেড়ে বসে হাতে আংটি নিয়ে প্রেমিকাকে জিজ্ঞেস করছে, “আমার জীবনটা ধ্বংস করে দেবে?” প্রেমিকার উত্তর, “OMG! হ্যাঁ।”

আর রোশনের এই পোস্টটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও পোস্টটি শেয়ার করে রোশন ক্যাপশনে লিখেছেন নেহাতই মজার ছলে সে এই পোস্টটি শেয়ার করেছেন। কেউ যাতে এই পোস্টে কটূক্তি না করতে পারেন তাই তিনি কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন।

ADVERTISEMENT

Related Articles