‘কোয়েল যখন কোকিল হওয়ার চেষ্টা করে’, বেসুরো ‘পাগলু’ গান গেয়ে নেটিজেনদের ট্রোলের মুখে কোয়েল মল্লিক

Koel Mallick Singing Video গ্রামে-গঞ্জে খোলা মঞ্চে রুপোলি পর্দার অভিনেতা-অভিনেত্রীদের প্রোগ্রাম করার বিষয়টি নতুন কিছু নয়। তবে, ইদানিং সোশ্যাল মিডিয়ার দৌলতে এই বিষয়টি একটু বেশিই চর্চায় থাকে। হামেশাই টেলিভিশন কিংবা বড়ো পর্দার অভিনেতা-অভিনেত্রীদের খোলা মঞ্চে গান গাওয়ার ভিডিও ভাইরাল হতে দেখা যায়। আর ব্যাস, অমনি শুরু হয় ট্রোলিং। সম্প্রতি টলি কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)-এর মাচা শো-র ভিডিও ভাইরাল হয়েছে। যেই নিয়ে ট্রোল হচ্ছেন অভিনেত্রী।
ভিডিওতে লাল রঙের পোশাক পরে পাগলু সিনেমার গান গাইতে দেখা গেছে কোয়েলকে। সেই গান শুনে নেটিজেনরা ট্রোল করছেন অভিনেত্রীকে। বিষয়টি এখানেই থেমে নেই। জনপ্রিয় বাঙালি ইউটিউবার স্যান্ডি সাহা (Sandy Saha) কোয়েলের গান গাওয়ার সেই ভিডিও নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন যে, তিনি জানতেন না দিদি (কোয়েল মল্লিক) এতো ভালো গান করেন।
তবে, স্যান্ডির এই পোস্টে যেমন কোয়েলকে নিয়ে হাসাহাসি করা হয়েছে। তেমনই কোয়েলের অনুরাগীরা এর ঘোর প্রতিবাদ করেছেন। তাদের মন্তব্য, দর্শকরা তারকাদের জোর করেন গান গাওয়ার জন্য। এরপর বেসুরো গলায় গান গাইলেই ট্রোলের শিকার হতে হয় সেই সেলিব্রিটিকে। এর আগেও দিতিপ্রিয়া রায় সহ অনেক জনপ্রিয় অভিনেত্রীদের একই ঘটনা ঘটেছে। যখন তারা গান গাইতে পারেন না, তাহলে কেন তাদের দিয়ে গান গাওয়ানো হয়? প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।