×
Entertainment

কালো অন্তর্বাসে উপচে পড়ছে যৌবন, হট লুকে নেটিজেনদের প্রশংসা কুড়োলেন সিরিয়ালের রাশি

টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন গীতশ্রী রায়। তবে, তাঁর এই নামটা একটু অপরিচিত হলেও রাশি নামটা কিন্তু সকলের কাছে অতি পরিচিত। একসময়ের জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক “রাশি” তে অভিনয় করে তিনি মন জয় করে নেন সকল দর্শকদের।

তবে, রাশির সম্প্রচার শেষ হয়ে গিয়েছে বছর পাঁচেক হয়ে গিয়েছে। তারপর দেবীপক্ষ তে দেবী রূপে ফিরেছিলেন এই অভিনেত্রী। আর তারপরই লম্বা ছুটি নিয়ে নিজেকে পাল্টে ফেলেছিলেন তিনি। এখনকার গীতশ্রী ও রাশির গীতশ্রী এদের দুজনকে এখন মেলানো প্রায় অসম্ভব।

ADVERTISEMENT

রাশিতে তাঁকে গ্রামের একটি সাধারনের মধ্যেই প্রতিবাদী মেয়ের চরিত্রে দেখা যেত। আর সেখানে সে সালোয়ার অথবা শাড়ী ছাড়া কিছুই পড়তো না। কিন্তু এখনকার গীতশ্রী কখনও উন্মুক্ত পিঠে আবার কখনও শর্টস কাটে ধরা দেন সোশ্যাল মিডিয়ায়।

তবে, অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ অভিনেত্রী। কখনও ঘুরতে যাওয়ার পুরোনো ছবি তো কখনও নো মেকআপে সেলফি পোস্ট করে ভক্তদের মনোরঞ্জন করেছেন রাশি ধারাবাহিকের অভিনেত্রী। লকডাউনেও একইভাবে নেটিজেনদের মনরঞ্জন করেছেন গীতশ্রী।

সম্প্রতি অভিনেত্রী তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে কালো রঙের একটি স্লিভলেস পোশাকে দেখা যাচ্ছে। পোশাকের মধ্যে থেকে বক্ষভাঁজ স্পষ্ট। মুখে একগাল হাসি নিয়ে নিজের ভঙ্গিমায় ছবিটি তুলেছেন অভিনেত্রী। ছবিটি পোস্ট করে গীতশ্রী ক্যাপশনে লিখেছেন যে, “যেকোনো মেয়ের কাছে তার হাসিটাই হল সবচেয়ে সেরা মেকাপ ও পোশাক”। সম্প্রতি গীতশ্রী এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles