শুটিংয়ের ফাঁকে মেয়ে ও নাতনির সাথে আদরমাখা মুহূর্ত কাটাচ্ছেন অপরাজিতা আঢ্য, ভাইরাল ছবি
বাংলা টেলিভিশন তথা চলচিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। একগাল মিষ্টি হাসিতে ভরা একটি মুখ টেলিভিশন থেকে চলচ্চিত্র সর্বত্র রাজ করে চলেছেন এক তুড়িতে। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর অভিনয় দক্ষতা কথা বলার ধরণ, এমনকি উপস্থাপনা সবেতেই যেন তিনি ১০ এ ১০।
একসময়ে স্টার জলসা অতি জনপ্রিয় একটি সিরিয়াল ‘জল নূপুরে’ পারি নামের একটি চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনের আরও কাছে চলে এসেছেন। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই।
টলিউডে সকলের কাছে তিনি অপাদি হিসেবেই বেশি পরিচিত। কখনও নাচ-গান বা কখনও আবার নিজের ছবির প্রমোশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাঁকে। অপাদি র কিন্তু ফ্যান ফলোয়িংও প্রচুর ৷ আর তাই তো ফ্যানেদের জন্য ইনস্টাগ্রামে তিনি সদা তৈরি।
লকডাউনে বাড়িতে বসে অভিনেত্রী বেশ কিছু ফিল্মের শুটিং সেরেছিলেন। যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। সম্প্রতি তিনি কাছের মানুষদের নিয়ে দার্জিলিং ঘুরেও এসেছেন। আর তার সব ছবিই অভিনেত্রী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি অভিনেত্রী আরও একটি ছবি তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। আর সেখানে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন রিয়েল মিষ্টি-চিনি এবং তার লাইফ। সুতরাং মেয়ে এবং নাতনির সাথে আদরমাখা মূহুর্ত কাটাচ্ছেন অভিনেত্রী। নাতনিকেকে কোলে নিয়ে হাসি-খেলায় মেতেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রীর পোস্ট করা এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়